কুমিল্লায় আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দৈনিক কালবেলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় নগরীর নজরুল ইনিস্টিউটের মুক্তমঞ্চ প্রাঙ্গণে প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানের অতিথি হিসেবে বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগরীর আমির কাজী দ্বীন মোহাম্মদ বলেন, সংবাদপত্র সমাজের আয়না। সত্য ঘটনাকে সঠিকভাবে তুলে ধরতে কালবেলার প্রয়াস সবসময়ই প্রশংসিত। সুষ্ঠু ধারা সাংবাদিকতার মাধ্যমে জাতিকে সঠিক পথে ধাবিত করতে কালবেলা অতীতের ন্যায় ভবিষ্যতেও ক্ষুরধার লেখনির মাধ্যমে প্রয়াস চালাবে এ প্রত্যাশা করি।
কুমিল্লা মহানগর বিএনপির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক, কুমিল্লা জেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি আমিরুজ্জামান আমির বলেন, সত্য ঘটনার জন্য কখন আমরা কালবেলায় সঠিক সংবাদটি পাব। কালবেলা একটি ঘটনাকে সঠিকভাবে প্রকাশ করে। কেউ ইচ্ছে করলেই এ সংবাদকে অসত্য প্রমাণ করতে পারে না। সঠিক তথ্যের ভিত্তিতে কালবেলা সংবাদ প্রকাশ করে। আমরা এ পত্রিকার সংবাদের প্রতি আস্থাশীল।
কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, কালবেলা পত্রিকায় যারা কাজ করেন তারা সবাই শিক্ষিত, মার্জিত, ভদ্র। তাদের লেখনির মাধ্যমে তা প্রকাশ পায়। সম্পাদক, প্রকাশকসহ পত্রিকাটির প্রকাশনার সঙ্গে যারা যুক্ত আছেন প্রত্যেকের প্রতি শুভকামনা জানাই।
কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক বলেন, সত্য সাহস জোগায়। সত্যনিষ্ঠ সংবাদ মানুষকে আশাবাদী করে তোলে। সমাজকে পথ দেখায়, দেশকে সঠিক নির্দেশনা দেয়। কালবেলা সত্য ও সঠিক তথ্য সুন্দরভাবে সাজিয়ে সংবাদে তুলে ধরে। আমরা শুভাকাঙ্ক্ষী হিসেবে কালবেলার সাফল্য কামনা করি।
কালবেলার তিন বছরের সাফল্যের নানা দিক তুলে ধরে বক্তারা আরও বলেন, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে গণমানুষের কথা তুলে ধরে কালবেলা। জনসাধারণের কথা বলায় পাঠক হৃদয়ে জায়গা করে নিয়েছে দৈনিক কালবেলা।
অতিথিদের মাঝে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগর সহকারী সেক্রেটারি কামারুজ্জামান সোহেল ও মহানগর ছাত্রদল সভাপতি নাহিদ রানা।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন দৈনিক কালবেলার জেলা প্রতিনিধি আতিকুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন- এটিএন নিউজের জেলা প্রতিনিধি খায়রুল আহসান মানিক, ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক হোসেন মানিক, এটিএন নিউজের জেলা প্রতিনিধি হুমায়ুন কবির জীবন, প্রথম আলো জেলা প্রতিনিধি আবদুর রহমান, আরটিভি জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া, ভোরের সূর্যোদয় সম্পাদক এম ফিরোজ মিয়া, এনটিভি প্রতিনিধি মাহফুজ নান্টু, ব্শৈাখী টিভি প্রতিনিধি আনোয়ার হোসেন, সিটিভি নিউজ সম্পাদক ওমর ফারুক তাপস,আজকের পত্রিকা জেলা প্রতিনিধি দেলোয়ার হোসেন আকাইদ, দৈনিক আমারদেশ জেলা প্রতিনিধি এম হাসান, এনটিভি মাল্টিমিডিয়া প্রতিনিধি আবু সুফিয়ান রাসেল, ডাক প্রতিদিন বার্তা সম্পাদক মো. নুরুল ইসলাম, ঢাকা পোস্ট জেলা প্রতিনিধি আরিফ আজগর, দৈনিক ইত্তেফাক সদর দক্ষিণ প্রতিনিধি মিজানুর রহমান, নাঙ্গলকোট প্রতিনিধি মজিবুর রহমান, দৈনিক কালবেলা লাকসাম উপজেলা প্রতিনিধি মো. আবুল কালাম, লালমাই উপজেলা প্রতিনিধি আবু জাফর মোহাম্মদ সালেহ্ , চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি আবু বকর সুজন, চান্দিনা উপজেলা প্রতিনিধি আকিবুল ইসলাম হারেছ, বরুড়া উপজেলা প্রতিনিধি সৌরভ লোদ, বুড়িচং উপজেলা প্রতিনিধি জহিরুল ইসলাম বাবু, ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি আতাউর রহমান, দেবিদ্বার উপজেলা প্রতিনিধি জহিরুল ইসলাম মারুফ ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবু শ্যামা।
মন্তব্য করুন