রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ০৬:০৮ পিএম
অনলাইন সংস্করণ

নানা বাড়ির ছাদের কার্নিশে পড়ে ছিল স্কুলছাত্রের মরদেহ 

নিহত মিনহাজুল ইসলাম। ছবি : সংগৃহীত
নিহত মিনহাজুল ইসলাম। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নানা বাড়ির ভবনের কার্নিশ থেকে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, বৈদ্যুতিক তারে জড়িয়ে তার মৃত্যু হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) সকালে উপজেলার মরিয়মনগর বেয়ানবাজার এলাকায় পাকা দালানের কার্নিশ থেকে মরদেহটি উদ্ধার হয়।

নিহত মিনহাজুল ইসলাম (১২) উপজেলার বেতাগী ইউনিয়নের ৮নং ওয়ার্ড কাউখালি মৌলানা গ্রামের বাসিন্দা রোয়াজারহাটের কাপড় ব্যবসায়ী নজরুল ইসলামের ছেলে। সে বেতাগী ওয়াজ উদ্দিন শাহ কেজি স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থী ছিল।

এ বিষয়ে মরিয়মনগরের ইউপি চেয়ারম্যান মুজিবুল হক হিরু জানান, সকালে স্থানীয়রা খবর দেন ভবনের কার্নিশে একটি ছেলের নিথর দেহ পড়ে আছে। পরে থানায় খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করেছে। স্বজনদের সঙ্গে কথা বলে জেনেছি, কয়েকদিন আগে সে তার মায়ের সঙ্গে নানার বাড়ির ভাড়া বাসায় বেড়াতে আসে। বুধবার সকালে তার মা আর নানি শহরে একটি কাজে যাওয়ার সময় তাকে গোচরা চৌমুহনী বাজারে নামিয়ে দিয়ে স্কুলে যাওয়ার জন্য বলে। এরপর তারা ছেলেটির মৃত্যুর সংবাদ শোনেন৷

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, সে স্কুলে না যাওয়ার জন্য পুনরায় মরিয়মনগর নানার বাড়ির বাসায় ফিরে আসে। এরপর বাসাটি বাইরে থেকে তালা মারা দেখে ভবনের ছাদ বেয়ে উঠতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। তবে পুলিশ লাশ উদ্ধারের পর প্রকৃত কারণ উদঘাটনে বিষয়টি তদন্ত চালাচ্ছেন।

নিহতের স্বজন মো. শওকত বলেন, ‘সবাই ধারণা করছে বৈদ্যুতিক তারে জড়িয়ে মারা গেছে। আমরা বিষয়টি নিশ্চিত না। তবে এর পাশ দিয়ে অপরিকল্পিতভাবে একটি বৈদ্যুতিক তার চলে গেছে ৷ নিচ থেকে ওই কার্নিশ একটি সিঁড়িও লাগানো ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও গিয়েছেন। কী কারণে এমন হলো বুঝতেছি না। সে তার মা-বাবার এক ছেলে ও এক মেয়ের মধ্যে বড় সন্তান ছিল। যেহেতু ছোট ছেলে তাই মরদেহটি বিনা ময়নাতদন্তের জন্য আবেদন করা হচ্ছে।’

এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, ছেলেটিকে স্কুলে যাওয়ার জন্য তার মা-নানি গোচরা বাজারে নামিয়ে দিয়েছে বলে জানান। পরে সম্ভবত ছেলেটি পুনরায় নানার বাড়ি ফিরে আসে। বাসাটি তালা মারা দেখে ভবনের ছাদ বেয়ে প্রবেশ করতে চেয়েছে। তার সঙ্গে খাওয়ার জন্য কিছু প্যাকেট কেকও ছিল। এসময় অসাবধানতার কারণে বৈদ্যুতিক তারে জড়িয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি এখনো তদন্তাধীন। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাত-পায়ের পর খণ্ডিত মাথা উদ্ধার

জঙ্গল সলিমপুরের ঘটনায় কালা বাচ্চু গ্রেপ্তার

এমন কাজ করিনি যে সেফ এক্সিট নিতে হবে : প্রেস সচিব

কেন্দ্র দখলের চিন্তা করলে মা-বাবার দোয়া নিয়ে বের হইয়েন : হাসনাত

সীমান্ত থেকে ভারতীয় অস্ত্র ও গুলি উদ্ধার

সন্ত্রাসী-চাঁদাবাজি চলবে না : ব্যারিস্টার খোকন

জবি সাংবাদিকতা বিভাগের সরস্বতী পূজার ব্যতিক্রমী থিম

গাজীপুরের সেই ঘটনায় গ্রেপ্তার ৫

আইসিজেতে রোহিঙ্গাদের ‌‘বাঙালি’ দাবি মিয়ানমারের, প্রত্যাখ্যান বাংলাদেশের

মাছের ঘের থেকে বস্তাভর্তি ফেনসিডিল উদ্ধার

১০

টিকটক করতে বাধা দেওয়ায় গৃহবধূর কাণ্ড

১১

জামায়াত প্রার্থীকে শোকজ

১২

‘জীবনের দ্বিতীয় অধ্যায় চলছে, মৃত্যুকে ভয় করি না’

১৩

আন্দোলনে শহীদ জাকিরের মেয়ের বিয়েতে তারেক রহমানের উপহার

১৪

ফ্যামিলি ও কৃষক কার্ড নিয়ে কবীর ভূঁইয়ার গণসংযোগ

১৫

ঢাকা কলেজে উত্তেজনা

১৬

প্রস্রাবের কথা বলে পুলিশকে ফাঁকি দিয়ে পালালেন আসামি

১৭

জনগণের দোয়া ও সমর্থন চাইলেন রবিউল

১৮

ব্র্যাক ইপিএল কর্পোরেট ক্রিকেটে সেনাবাহিনী ও ঢাকা ব্যাংকের জয়

১৯

আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ

২০
X