

সবকিছুর মাঝেই ঘটে গেল এক অমানবিক মুহূর্ত। ভারতে সিনেমার প্রচারণার নামে জনসমুদ্রে একপ্রকার অসহায় হয়ে পড়লেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নিধি আগারওয়াল। উপচে ড়া ভিড়, ধস্তাধস্তি আর সীমা ছাড়ানো আচরণে পোশাক নিয়ে চরম অস্বস্তির শিকার হন তিনি। সেই লজ্জাজনক মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়তেই নেটিজেন থেকে শুরু করে শিল্পীমহলের সোশ্যাল মিডিয়ায় ফেটে পড়ে ক্ষোভ। সবাই প্রশ্ন তুলেছেন নিরাপত্তা আর সম্মানের।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটে ‘রাজা সাব’ সিনেমার গান মুক্তি অনুষ্ঠানে। অনুষ্ঠান শেষে পেছনের গেট দিয়ে বের হয়ে গাড়িতে ওঠার সময় ভক্ত ও সাধারণ মানুষের ভিড়ের কবলে পড়েন নিধি।
ভিডিওতে দেখা যায়, ভিড় এতটাই নিয়ন্ত্রণের বাইরে ছিল যে ভক্তরা সেলফি তোলার জন্য অভিনেত্রীর গায়ের ওপর ঝাঁপিয়ে পড়ছিলেন। একপর্যায়ে কেউ তার পোশাক ধরে টান দেয়, আবার কেউ অনাকাঙ্ক্ষিতভাবে তার খুব কাছে চলে আসে, ছোঁয়ার চেষ্টা করে। ভিডিওতে আরও দেখা যায়, চরম আতঙ্কিত ও দিশাহারা অবস্থায় কোনোমতে গাড়িতে উঠে নিজের পোশাক ঠিক করছেন এই অভিনেত্রী।
এ ঘটনার প্রতিবাদ জানিয়ে গায়িকা চিন্ময়ী শ্রীপাদা সামাজিক ধ্যমে ক্ষোভ উগরে দিয়ে লিখেছেন, ‘এরা মানুষ নাকি হায়না? আসলে হায়নাদের সঙ্গে তুলনা করলে তাদেরই অপমান করা হবে। এখানে থাকা একদল পুরুষ পরিকল্পিতভাবে একজন নারীকে হেনস্তা করতে জড়ো হয়েছিল।’
তবে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রসঙ্গে অভিনেত্রী নিধি আগারওয়াল বা সিনেমাটির নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন