লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

বিএনপি নেতা দুলুর নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। ছবি : সংগৃহীত
বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। ছবি : সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর নামে লালমনিরহাট সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।

এর আগে গত ৮ সেপ্টেম্বর রাতে লালমনিরহাট জজকোর্টের আইনজীবী রকিবুল হাসান খান বাদী হয়ে বিএনপি নেতা দুপুর নামে মামলা করার জন্য থানায় অভিযোগ দেন। পরে অভিযোগটি রংপুর তথ্যপ্রযুক্তি আদালত থেকে অনুমোদিত হয়ে গত বুধবার (১৩ সেপ্টেম্বর) রাতে মামলা হিসেবে নথিভুক্ত হয়।

সদর থানার ওসি বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে দুলুর নামে মামলা প্রত্যাহারের দাবিতে গত মঙ্গলবার বিকেলে হাজার হাজার নেতাকর্মী নিয়ে লালমনিরহাট জেলা শহরে বিক্ষোভ মিছিল বের করে এবং মিশন মোড় এলাকায় বিক্ষোভ সমাবেশ করে বিএনপি। মিছিল ও সমাবেশের কারণে শহরের হাসপাতাল রোড এবং ঢাকা - লালমনিরহাট - বুড়িমারী সড়কে টানা দুই ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়ে পথচারী, যান বাহন চালক ও শহরের ব্যবসায়ীরা। মিছিলের নামে ভোগান্তি এড়াতে বৃহস্পতিবার সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, গত ৩০ আগস্ট বিকেল ৫টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এক বক্তৃতায় আসাদুল হাবিব দুলু বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করেন।

সদর থানা পুলিশের ওসি ওমর ফারুক বলেন, লালমনিরহাট জজকোর্টের আইনজীবী মো. রকিবুল হাসান খান বাদী হয়ে বিএনপি নেতা আসাদুল হাবিব দুলুর নামে ডিজিটাল নিরাপত্তা আইনে গত ৮ সেপ্টেম্বর রাতে থানায় দায়ের করা অভিযোগটি তদন্ত শেষে বুধবার (১৩ সেপ্টেম্বর) রাতে মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। আসামিকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও তিনি জানান।

এ বিষয়ে জানতে আসাদুল হাবিব দুলুর সঙ্গে যোগাযোগ করতে চাইলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান বলেন, বিএনপি নেতা দুলু প্রায় সময় বঙ্গবন্ধুকে কটূক্তি করে বক্তব্য দেন, যেটা কখনোই সাধারণ মানুষ মেনে নেবে না। তাই আমরা আইনের আশ্রয় নিয়েছি। আশা করছি পুলিশ তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অন্তর্বর্তী সরকারের সময়ে এনবিআরের সংস্কার নিয়ে যা জানা গেল

ডিএমপির সাবেক কমিশনার হাবিবুরের মৃত্যুদণ্ড

অর্থের অভাবে চিকিৎসা বন্ধ শিশু তামিমের

নির্বাচন উপলক্ষে তিন দিনের সরকারি ছুটি ঘোষণা

চানখাঁরপুলে হত্যার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড

এ বছর কোন দেশে কত ঘণ্টা রোজা, জেনে নিন

বিশ্ববাজারে স্বর্ণের দামে বিস্ফোরণ

ক্রাচে ভর দিয়ে পার্টিতে হৃতিক, কী হয়েছে নায়কের পায়ে

গাজার রাফা ক্রসিং খুলে দেবে ইসরায়েল, তবে...

ভয় দেখিয়ে নির্বাচন বানচালের অপচেষ্টা ব্যর্থ হবে : আমান

১০

ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু

১১

জামায়াতে যোগ দিলেন ইসলামী আন্দোলনের ৫০ নেতাকর্মী

১২

‘রাজাসাব’ ফ্লপ হতেই প্রভাস ভক্তদের রোষানলে নির্মাতা

১৩

গভীর রাতে দুই যুবদল নেতার বাড়িতে হামলা ও আগুন

১৪

যে কারণে পিছিয়ে গেল তারেক রহমানের রাজশাহী সফর

১৫

সঞ্চয়পত্র কেনায় সীমা তুলে দেওয়ার কথা ভাবছে সরকার : অর্থসচিব

১৬

প্রধান উপদেষ্টা / গুরুত্বপূর্ণ চিকিৎসাকেন্দ্রে পরিণত হবে নীলফামারীর বাংলাদেশ–চীন মৈত্রী হাসপাতাল

১৭

‘ঘাড়ের ওপর ছিল ছুরি, দিনে কয়েকবার ধর্ষণ’; নেটফ্লিক্সে এলিজাবেথেরর সেই ৯ মাসের গল্প

১৮

দেশ ছাড়েননি বুলবুল, তিনি এখন মিরপুরে

১৯

লন্ডনের বাড়িতে বিরাট-অনুষ্কার পূজা

২০
X