আতাউর রহমান, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা)
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৩:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

প্রকৃতিতে শোভা ছড়াচ্ছে গঙ্গাতারা ফুল

অনিন্দ্যসুন্দর গঙ্গাতারা (অ্যাসিস্টাসিয়া গ্যাঙ্গেটিকা) ফুল। ছবি : কালবেলা
অনিন্দ্যসুন্দর গঙ্গাতারা (অ্যাসিস্টাসিয়া গ্যাঙ্গেটিকা) ফুল। ছবি : কালবেলা

ফুলের স্বভাবজাত ধর্মই হচ্ছে সৌন্দর্য প্রকাশ করা। হোক তা যত্নে ফোটানো বাগানের ফুল অথবা যেখানে-সেখানে অযত্নে ফোটা ফুল। ফুলের এই নয়নাভিরাম সৌন্দর্য চিরকাল প্রকৃতিতে শোভা ছড়ানোর পাশাপাশি মানুষকে আকৃষ্ট করে আসছে।

এমনই এক চোখজুড়ানো ঘাস ফুল গঙ্গাতারা কুমিল্লার ব্রাহ্মণপাড়ার প্রকৃতিতে শোভা ছড়াচ্ছে। অযত্নে ফোটা ছোট এই ফুলের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করছেন ফুলপ্রেমীসহ সমবয়সি মানুষ। সবুজের মাঝখানে ফোটা অনিন্দ্যসুন্দর এই ফুলের সৌন্দর্যে প্রকৃতিও যেন নতুন সাজে সেজে উঠেছে।

গঙ্গাতারা টেফ্রোসিয়া গণের একটি আগাছা জাতীয় উদ্ভিদ। এই উদ্ভিদের বৈজ্ঞানিক নাম অ্যাসিস্টাসিয়া গ্যাঙ্গেটিকা (Asystasia gangetica)। এটি অ্যাকান্থেসি (Acanthaceae) পরিবারের একটি দ্রুত বর্ধনশীল, বহুবর্ষজীবী গুল্মজাতীয় উদ্ভিদ। এই উদ্ভিদটির যদিও কোনো বাংলা নাম নেই।

এটিকে সাধারণত চাইনিজ ভায়োলেট, করোম্যান্ডেল, ক্রিপিং ফক্সগ্লোভ নামে ডাকা হয়। তবে বিভিন্ন মাধ্যমে এটিকে বাংলায় গঙ্গাতারা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। চাইনিজ ভায়োলেট হিসেবে এই উদ্ভিদের পরিচিতি বেশি। এই উদ্ভিদের আদি নিবাস ভারতীয় উপমহাদেশের গাঙ্গেয় সমভূমি অঞ্চল। এ উদ্ভিদের দুটি উপপ্রজাতি রয়েছে। অন্য উপপ্রজাতির বিস্তার আফ্রিকাতে।

গঙ্গাতারা উদ্ভিদটি সাধারণত ১ মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। এই ফুলের গঠনশৈলী বেশ সুন্দর। এই ফুলের পাপড়ি সাদা। ফুলের পাঁচটি পাপড়ির মধ্যে নিচের পাপড়িতে বেগুনি রঙের ছোপ রয়েছে। কিছু প্রজাতিতে নীল রঙের ছোপ রয়েছে। এ ফুলের আকৃতি অনেকটা বাসক ফুলের মতো। এর পাতার রং গাঢ় সবুজ। এই উদ্ভিদের ফল সবুজ, তবে পরিপক্ব হলে বাদামি রং ধারণ করে।

আরও পড়ুন : নিজেরা ফাঁস করা প্রশ্নে চাকরি পেয়ে যোগ দেন চক্রে

গঙ্গাতারা গাছের পাতা আফ্রিকার কিছু দেশে বিশেষ করে নাইজেরিয়ায় সবজি হিসেবে এবং ভেষজ ওষুধ হিসেবে ব্যবহার করা হয়। এই উদ্ভিদের ফুল প্রজাপতি, মৌমাছিসহ মধুপায়ী পোকামাকড়ের জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত। এই উদ্ভিদটি ছায়া এবং রোদ উভয় পরিবেশেই জন্মে এবং দ্রুত বৃদ্ধি পায়। এরা যেখানে জন্মে সেখানে একক আধিপত্য বিস্তার করে।

সরেজমিনে দেখা গেছে, উপজেলার কিছু কিছু সড়কের পাশে, পুকুর, খাল, ডোবা ও নদীর পাড়ে অরক্ষিত জায়গায় এই উদ্ভিদের উপস্থিতি দেখা গেছে। এই উদ্ভিদের অনিন্দ্যসুন্দর ফুলের সৌন্দর্যে প্রকৃতি প্রাণবন্ত হয়ে উঠেছে। এসব ফুল ঘিরে ওড়াউড়ি করছে নানা রঙের প্রজাপতি ও মৌমাছি। এ দৃশ্য যেন মন ভালো করে দেওয়ার মতো মনোমুগ্ধকর। ছোট এই ফুলের নৈসর্গিক সৌন্দর্যে রঙিন হয়ে উঠেছে সবুজ প্রকৃতি।

উপজেলা সদরের বিদ্যাপীঠ মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী তানজিম ফারিয়া মিতু বলেন, প্রকৃতি ঋতুচক্রে নানারকম ফুল ফোটে। আমরা অনেকেই এসব ফুলের নাম-পরিচয় জানি না। তবে সব ফুলের সৌন্দর্য উপভোগ করি। সৌন্দর্যে মুগ্ধ হওয়ার মতোই সুন্দর ফুল গঙ্গাতারা। সড়কে যাতায়াতের সময় মাঝেমধ্যেই চোখে পড়ে এই ফুল।

আরও পড়ুন : ‘ঘুষ নয়, পাকা কলা খেয়েছি’

স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম বলেন, আমাদের বাড়ির পাশের সড়কের ধারে এই ফুল ফুটেছে। এর নাম জানতাম না। তবে আসা-যাওয়ার পথে ফুলগুলো দেখতে খুব ভালো লাগে। ফুলগুলো ছোট হলেও একসঙ্গে অনেক ফুল ফোটার কারণে সেখানের পরিবেশটাও সুন্দর হয়ে উঠেছে। আমাদের বাড়ির পাশের সড়ক ছাড়াও আরও কিছু জায়গায় এই ফুল ফুটতে দেখেছি।

চান্দলা মডেল হাইস্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো. অপু খান চৌধুরী বলেন, বাংলাদেশ প্রকৃতিনির্ভর একটি দেশ। এ দেশের সবুজ প্রকৃতির মাঝে প্রতিটি ঋতুতে নানারকম ফুল ফোটে। এসব ফুল সবুজ প্রকৃতিকে প্রাণময় করে তোলে। মানুষের মনে প্রফুল্লতা এনে দেয়। গঙ্গাতারা তেমনি একটি ফুল। সবুজ প্রকৃতির মধ্যে ছোট ছোট এ ফুলের সৌন্দর্যে অন্যরকম এক প্রকৃতি দৃশ্যমান হচ্ছে।

আরও পড়ুন : ইলিশের রাজ্যে মিলছে ঝাঁকে ঝাঁকে পাঙাশ

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাসুদ রানা কালবেলাকে বলেন, গঙ্গাতারা একটি বর্ধনশীল বহুবর্ষজীবী আগাছা জাতীয় উদ্ভিদ। এটি অব্যবহৃত স্থানে বেশি জন্মে। এ উদ্ভিদের ফুল দেখতে খুব সুন্দর। এই উদ্ভিদের ঔষধি গুণ রয়েছে। এর ফুল অন্যান্য ফুলের মতোই সুন্দর। এই উদ্ভিদের ফুল থেকে মধুপায়ী পোকামাকড়রা মধু খায়। এই উপজেলার কিছু কিছু এলাকায় এই উদ্ভিদটি দেখা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকের সঙ্গে হেমায়েতের সখ্যতা, অসুস্থ হলেই খাওয়ায় নাপা

সালমান শাহর স্ত্রী সামিরা ও ডনের দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা জারি

টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, দেখে নিন একাদশ

২ দশক পর ঢাকা-ইসলামাবাদ জেইসি বৈঠক, নেওয়া হলো নানা উদ্যোগ

জকসু নীতিমালা পাস

উদ্যোক্তাদের জন্য ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণ

আগামী নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি

এনসিপির শাপলা নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দিল ইসি

অমুসলিমরা কি মসজিদে প্রবেশ করতে পারবেন? যা বলছে ইসলাম

রাবি শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় ৩ দিনের ক্লাস-পরীক্ষা বর্জন

১০

এই শহরে বেঁচে থাকাটাই ভয়!

১১

দীর্ঘ প্রতীক্ষার পর শিরোনামহীনের ‘এই অবেলায় ২’

১২

চটকধার বিজ্ঞাপন দেখে পার্লারে আসেন নারীরা, অতঃপর...

১৩

চবিতে বঙ্গবন্ধু চেয়ারে মুনতাসীর মামুনের নিয়োগ বাতিল, টাকা ফেরতের নির্দেশ

১৪

পুত্র সন্তানের বাবা হলেন তপু খান 

১৫

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ নিয়ে পাকিস্তান আইএসপিআরের বিবৃতি

১৬

ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘মেলিসা’, ধেয়ে আসছে ২৬০ কিমি বেগে

১৭

একাত্তরকে সম্পত্তি বানিয়ে রাজনৈতিক শিল্পে পরিণত করেছে আ.লীগ : শিবির সভাপতি

১৮

মেট্রোরেলের গতি কমল

১৯

আফ্রিকার এক দেশে স্কুল-বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

২০
X