উত্তরের জেলা দিনাজপুরের হিলি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এর মধ্যে ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সীমান্তের শুন্য রেখায় বাংলাদেশ অংশে বৈঠকে বসেন।
বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দিচ্ছেন জয়পুরহাট- ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজিলুর রহমান ও বিএসএফের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন ভারতের পতিরাম-১৫১ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক কমল ভাগত।
বৈঠকে দুই বাহিনীর অধিনায়ক একে অপরের সাথে পরিচিত হয়েছেন। এর পাশাপাশি সীমান্তের মানবপাচার, মাদক, চোরাচালান সহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় বিজিবির আমন্ত্রনে হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শুন্য রেখায় বিএসএফের প্রতিনিধি দলটি আসলে বিজিবি তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বৈঠক শেষে দুপুরপর দিকে বিএসএফের প্রতিনিধি দলটি পুনরায় সীমান্তের চেকপোস্ট গেট দিয়ে ভারতে ফিরে যান।
মন্তব্য করুন