শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২
জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০৫:১৪ পিএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ০৭:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

আধুনিক শরীয়তপুর গড়ার অঙ্গীকার দিলেন নুরুদ্দিন আহাম্মেদ অপু

শরীয়তপুরের জাজিরার নাওডোবায় স্থানীয় নেতাকর্মীদের নিয়ে পথসভা ও গণসংযোগ করেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। ছবি : কালবেলা
শরীয়তপুরের জাজিরার নাওডোবায় স্থানীয় নেতাকর্মীদের নিয়ে পথসভা ও গণসংযোগ করেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। ছবি : কালবেলা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব ও শরীয়তপুর-৩ (ডামুড্যা-গোসাইরহাট-ভেদরগঞ্জ আংশিক) আসনের প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেছেন, আমরা একটি ফ্যাসিস্টকে হটিয়েছি। আজকের এই দিনটি আমাদের ত্যাগ, সংগ্রাম আর অবিচল বিশ্বাসের প্রতিফলন। আগামী দিনে আমরা শরীয়তপুরকে আধুনিক শরীয়তপুর হিসেবে গড়ে তুলব—এটাই আমাদের অঙ্গীকার।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় স্থানীয় নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠিত পথসভা ও গণসংযোগে তিনি এসব কথা বলেন।

এদিন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর আগমন উপলক্ষে সকাল থেকেই নাওডোবা এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। ব্যানার, ফেস্টুন, স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ ফুলের শুভেচ্ছা আর উচ্ছ্বাসে বরণ করেন দীর্ঘ সাত বছর পর দেশে ফেরা এ নেতাকে।

তিনি বলেন, এই দিনের জন্য আমরা অনেক বঞ্চনা, লাঞ্ছনা ও নির্যাতন সহ্য করেছি। আজ সেই ইতিহাস বদলের সূচনা হয়েছে। আমাদের সামনে এখন একটাই লক্ষ্য—বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কাজ করা।

তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র ফিরিয়ে আনা, মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করা এবং জনগণের শাসন প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। এই সংগ্রামে শরীয়তপুরবাসীই হবে অগ্রণী শক্তি।

তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ভয় নয়, ঐক্যই আমাদের শক্তি। এখন সময় ঐক্যের, সময় প্রতিরোধের। সময় এগিয়ে যাওয়ার।

এ সময় তিনি শরীয়তপুরের বিভিন্ন স্থানে—নাওডোবা, কাজিরহাট, জাজিরার টিএন্ডটি মোড়ে—পথসভা, মতবিনিময় ও গণসংযোগে অংশ নেন। প্রতিটি স্থানেই জনসমাগম উপচে পড়ে, যা শরীয়তপুরে বিএনপির তৃণমূলের পুনর্জাগরণের ইঙ্গিত দেয়।

জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন এসব সভায়। বক্তারা বলেন, দলীয় ঐক্য ও জনসম্পৃক্ততাই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মূল চালিকা শক্তি।

পথসভা শেষে উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় জনগণের মধ্যে নতুন করে রাজনৈতিক উদ্দীপনা সৃষ্টি হয়। অনেকে বলেন, দীর্ঘদিন পর শরীয়তপুরে বিএনপির এমন গণজোয়ার তাদের আবারও আশাবাদী করে তুলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না ভারত

হাদিকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে চিকিৎসককে অব্যাহতি

আবারও এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান

ভারত ম্যাচে জয়ের পর যে কারণে শাস্তির মুখে পড়ল বাফুফে

প্রথম আলো-ডেইলি স্টারে অগ্নিসংযোগ, বিএনপির প্রতিক্রিয়া

জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত

কৃষকের ৩০ শতাংশ আলুগাছ উপড়ে ফেলল দুর্বৃত্তরা

জমি নিয়ে বিরোধে একজন গুলিবিদ্ধ

হাসিনাকে আশ্রয় মানবিক দৃষ্টিভঙ্গি থেকে, জানাল ভারত

শিশুর কাঁন্নায় বেঁচে গেল মায়ের জীবন

১০

হাদি হত্যায় সরকারকে দুষলেন রুমিন ফারহানা

১১

৪২২ চোরাই মোবাইল উদ্ধার, গ্রেপ্তার ৪

১২

নির্বাচন জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রধান মাধ্যম : শেখ রবিউল আলম

১৩

খালেদা জিয়ার সুস্থতা ও ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় মিন্টুর দোয়া মাহফিল

১৪

ঐক্য পরিষদ / ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদ, জড়িতদের শাস্তি দাবি

১৫

ওসমান হাদির জানাজা শনিবার, যানচলাচল নিয়ে যে নির্দেশনা দিল ডিএমপি

১৬

সংবাদপত্রের অফিসে হামলায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নিন্দা

১৭

খুবিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হলো দুদিনব্যাপী ভর্তি পরীক্ষা

১৮

হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি প্রতীক ইজাজ, সম্পাদক মুজাহিদ শুভ

১৯

আমরা আমাদের প্রিয় নেত্রীকে হারাতে চাই না : মান্নান

২০
X