ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার নিউজ এডিটর আবু সায়েম আকন্দের মা সুরাইয়া সুলতানার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে সায়েমের মায়ের মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) মধ্যরাতে টাঙ্গাইলের ভূঞাপুর এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সুরাইয়া সুলতানা সাংবাদিক আবু সায়েম আকন্দের মা এবং পশ্চিম ভূঞাপুরের বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুর রহিম আকন্দ ওরফে আবুল পুলিশের স্ত্রী। তার মেয়ে নিলুফা ইয়াসমিন নিলু রূপালী ব্যাংক লিমিটেডের সিনিয়র অফিসার।
স্থানীয়রা জানায়, হত্যাকাণ্ডের শিকার নারী সুলতানা সুরাইয়া পশ্চিম ভূঞাপুর এলাকায় একাই বসবাস করতেন। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিবেশী ও পরিবারের সদস্যরা ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পেয়ে বাড়িতে যান। এ সময় ঘরের লাইট জ্বালানো ও ফ্যানের শব্দে সন্দেহ হওয়ায় গেট টপকে প্রতিবেশীরা ওই নারীর গলাকাটা মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন।
ভূঞাপুর থানার ওসি আহসান উল্লাহ বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে একদিন আগে তাকে হত্যা করে ফেলে রেখে গেছে দুষ্কৃতকারীরা। তদন্ত চলছে, দোষীদের আইনের আওতায় আনা হবে।
মন্তব্য করুন