বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৫, ০৭:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

জুলাই সনদ বাস্তবায়নের আদেশ ড. ইউনূসকেই দিতে হবে : হাসনাত

বরিশালে এনসিপির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। ছবি : কালবেলা
বরিশালে এনসিপির সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হাসনাত আব্দুল্লাহ। ছবি : কালবেলা

বরিশালে জাতীয় নাগরিক পাটির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, গণভোটের পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়ার অংশ হিসেবে আদেশ জারি করতে হবে এবং সেটা ড. মুহাম্মদ ইউনূসকেই দিতে হবে। এখন এই আদেশ যদি চুপ্পুর কাছ থেকে নিতে হয় তাহলে তা হবে বিপ্লবের কফিনের শেষ পেরেক।

রোববার (০২ নভেম্বর) বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা ও মহানগরের সমন্বয় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, যিনি হেড অফিস ফ্যাসিজম— তার কাছ থেকে যদি অভ্যুত্থানের স্বীকৃতি নিতে হয় এর থেকে আর লজ্জার কিছুই নেই।

‎তিনশ আসনেই সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির জন্য এনসিপি কাজ করে যাচ্ছে উল্লেখ করে হাসনাত বলেন, ‎আমরা পলিসি ফর্ম করছি, ৩০০ আসনেই যাতে আমাদের সাংগঠনিক বিস্তার ও নির্বাচনকে সামনে রেখে সুসংগত হতে পারি।

‎অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে যোগ দেওয়ার প্রশ্নে তিনি বলেন, এনসিপি কার দিকে যাচ্ছে সেটা মুখ্য নয়, সংস্কারের পক্ষে কারা আসছে এটাই মুখ্য। আমাদের অবস্থান মৌলিক ও সুস্পষ্ট।

আরও পড়ুন : সরকার কয়েকটি দলের চাপে সিদ্ধান্ত বদল করছে : মঞ্জু

ভোলার ঘটনা নিয়ে তিনি বলেন, এই ঘটনাগুলো শুরু হয়েছে, এর আরও পুনরাবৃত্তি ঘটবে। এ ধরনের ঘটনা যাতে না ঘটে, স্থায়ীভাবে যাতে বন্ধ হয়। আমরা যেন গুণগত, কাঠামোগত রূপান্তরের মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য গণতান্ত্রিক উত্তরণের দিকে যেতে পারি। আমাদের যে আসন্ন নির্বাচন, যাতে অবাধ, গ্রহণযোগ্য, নিরপেক্ষ হয় এর দায়িত্ব হচ্ছে রাজনৈতিক দলগুলোর।

‎তিনি বলেন, ‎জনগণ যাকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে আসবে সে-ই বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র পরিচালনা করবে। এতে আমাদের ভিন্ন মত নেই। এ জন্যই আমরা চাই নির্বাচনে যাতে কারও প্রভাব না থাকে।

‎তিনি বলেন, ‎নির্বাচন কমিশনের সিদ্ধান্তের কোনো রূপরেখা নেই। প্রতীক দেওয়ার ক্ষেত্রে লিগ্যাল একটি নিয়ম থাকা উচিত। আমরা সংশয় প্রকাশ করি নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারী আচরণের। শাপলা কেন দেবে না সেই ব্যাখ্যা তারা দেয়নি। নির্বাচন যদি সুষ্ঠু নাও হয়, আবার যদি ব্যালট বক্সে চুরির ঘটনা ঘটে সে সময় যদি তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়, তখন তারা এটিরই পুনরাবৃত্তি করবে যে, ব্যাখ্যা দিতে পারব না। এটি পুনঃপ্রতিষ্ঠার জন্য আমাদের লড়াই ছিল।

আরও পড়ুন : ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধনের সময় জানাল ইসি

‎আয়োজিত এ সমন্বয় সভায় প্রধান বক্তা ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। সভাপতিত্ব করেন এনসিপি বরিশাল জেলার সমন্বয়কারী আবু সাঈদ মুসা।

এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন, দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আলম মিতু, যুগ্ম সদস্য সচিব ফয়জাল মাহমুদ শান্ত, আরিফুর রহমান তুহিন, দক্ষিণাঞ্চলের সংগঠক আসাদ বিন রনি ও কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম কনক।

এর আগে রোববার সকালে ভোলায় জেলা এনসিপির সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন হাসনাত আবদুল্লাহসহ কেন্দ্রীয় নেতারা। সেখানে দলের নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্লাসিকোর দুঃস্বপ্ন পেছনে ফেলে ঘুরে দাঁড়াল বার্সা

সন্দ্বীপে ধানের শীষের প্রচারণায় উপচেপড়া লোকসমাগম

হলান্ডের জোড়া গোলে জয়ে ফিরল ম্যানসিটি

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

আলী রীয়াজের পদত্যাগ দাবি নিউইয়র্ক বিএনপির

‘অর্থ নয়, আত্মতৃপ্তিই চিকিৎসার আসল প্রাপ্তি’

প্রোটিয়াদের হারিয়ে বিশ্বকাপের শিরোপা ঘরে তুলল ভারত

নেত্রকোনা স্বেচ্ছাসেবক দলের কমিটি বিলুপ্ত ঘোষণা

দুটি দল বাংলাদেশের রাজনীতিতে ষড়যন্ত্র করছে : জুয়েল

দাঙ্গা-ফ্যাসাদে না জড়াতে কর্মীদের কঠোর নির্দেশনা সেলিমুজ্জামানের 

১০

ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো অক্ষুণ্ণ রাখার অপচেষ্টার বিরুদ্ধে ডাকসুর প্রতিবাদ

১১

সুদানে গণহত্যার প্রতিবাদে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ 

১২

রাজধানীতে বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৪

১৩

সোমবার অন্তর্বর্তী সরকারের প্রথম সংবাদ সম্মেলন

১৪

‘৯০ শতাংশ স্ট্রোক প্রতিরোধ করা সম্ভব’

১৫

নাগরিকদের সামরিক প্রশিক্ষণ নিয়ে যে বার্তা দিলেন উপদেষ্টা আসিফ

১৬

উপকূলের দিকে এগিয়ে আসছে লঘুচাপ, ৪ দিনের পূর্বাভাসে নতুন তথ্য

১৭

হাত-পা বাঁধা অবস্থায় মাদ্রাসাছাত্র উদ্ধার

১৮

আ.লীগ ও জাপার ৯ নেতা কারাগারে

১৯

সালিশ বৈঠকের স্থান নিয়ে সংঘর্ষে আহত ২০

২০
X