চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৫, ০৮:৪৮ এএম
অনলাইন সংস্করণ

শিগগির চট্টগ্রাম নগরীতে শতভাগ বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে : চসিক মেয়র

কাট্টলী সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডা. শাহাদাত হোসেন। ছবি : কালবেলা
কাট্টলী সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডা. শাহাদাত হোসেন। ছবি : কালবেলা

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রাম নগরীতে শিগগির ১০০ শতাংশ বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে। আমরা চট্টগ্রামকে ক্লিন সিটি হিসেবে গড়ে তুলতে ডোর-টু-ডোর বর্জ্য সংগ্রহ কার্যক্রম চালু করেছি। বর্তমানে প্রতিদিন প্রায় ২২০০ মেট্রিক টন বর্জ্য সংগ্রহ করা হচ্ছে। খুব শিগগির শতভাগ বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে।

মঙ্গলবার (৪ নভেম্বর) কাট্টলী সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা।

ডা. শাহাদাত হোসেন বলেন, সংগৃহীত বর্জ্য থেকে বায়োগ্যাস ও গ্রিন ডিজেল উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা চট্টগ্রামকে একটি পরিবেশবান্ধব শহরে রূপান্তরিত করবে। আমরা চাই নাগরিক সেবা শুধু উন্নত নয়, টেকসইও হোক।

এ সময় শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশের দিশারি। তাদের মেধা, মনন ও নেতৃত্বগুণেই গড়ে উঠবে মানবিক ও জ্ঞাননির্ভর সমাজ। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, বিতর্ক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে।

চট্টগ্রামের উন্নয়ন কার্যক্রমের প্রসঙ্গে মেয়র বলেন, নগরীর জলাবদ্ধতা সমস্যা ৫০ থেকে ৬০ শতাংশ পর্যন্ত হ্রাস করা সম্ভব হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষায় শিশুদের টাইফয়েড ভ্যাকসিন প্রদান, নারীদের ক্যান্সার প্রতিরোধে টিকাদান ও সচেতনতা কর্মসূচি চলমান রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চসিকের শিক্ষা কর্মকর্তা নাজমা বিনতে আমিন, কাট্টলী সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. আবুল কাশেম, গভর্নিং বডির সদস্য রফিক উদ্দিন চৌধুরী, অভিভাবক সদস্য মো. শাহেদ আকবর ও বিশিষ্ট ব্যবসায়ী মনজুর আলম চৌধুরী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাছের পাতা থেকে তৈরি হচ্ছে তেল

মনুষ্যবিহীন যুদ্ধবিমান মডেল তৈরি, যুবককে ছাত্রশিবিরের সম্মাননা স্মারক প্রদান

বিএনপি-জামায়াতের মনোনয়ন না পওয়া হেভিওয়েট নেতাদের টানার চেষ্টা এনসিপির

জলবায়ু সংকটে বাংলাদেশের প্রস্তুতি : নীতিমালা, অর্থায়ন ও বাস্তবায়ন

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

মামদানির সাফল্যের পেছনে কে এই রামা দুয়াজি

ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে : ড. জালাল

অনিন্দ্যসুন্দর হলুদ প্রজাপতি কমন গ্রাস ইয়েলো

পদত্যাগ করছেন সালাহউদ্দিন

তদন্ত ছাড়াই ২ সাংবাদিকের বিরুদ্ধে মামলা নেওয়ার অভিযোগ

১০

মেঘলা থাকবে ঢাকার আকাশ, কমবে তাপমাত্রা

১১

চূড়ান্ত হলো বিপিএলের পাঁচ দল, কোন দলের নাম কী হতে যাচ্ছে

১২

‘গ্রাম আদালত কার্যকর হলে উচ্চ আদালতে মামলার চাপ কমবে’

১৩

তরুণ বয়সেও কেন বাড়ছে স্ট্রোক? যেসব অভ্যাসে বাড়ে এর ঝুঁকি

১৪

ব্রাকসু নির্বাচনে ৬ সদস্যের কমিশন গঠন

১৫

ইতিহাস সৃষ্টিকারী কে এই জোহরান মামদানি?

১৬

নিউইয়র্কের প্রথম মুসলিম ও সর্বকনিষ্ঠ মেয়র হচ্ছেন জোহরান মামদানি

১৭

লিবিয়ায় আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ আদায়, মূলহোতা কারাগারে

১৮

দুই বছরে যুদ্ধে ইসরায়েলের বিপুল ব্যয়

১৯

শিগগির চট্টগ্রাম নগরীতে শতভাগ বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে : চসিক মেয়র

২০
X