

বিয়ের আয়োজনকে কেন্দ্র করে অনেক সময়ই ঘটে নানা ধরনের বিপত্তি। কখনো খাবার নিয়ে কাড়াকাড়ি আবার কখনো মারামারি। তবে এবার বিয়ের এক অনুষ্ঠানে যে কাণ্ড ঘটল তাতে যে কারও হাসি চেপে রাখাই মুশকিল। একটি বিয়ের অনুষ্ঠানে কনের ছবি তুলতে গিয়ে পা ফসকে পড়ে যান একজন ফটোগ্রাফার। আর এই হাস্যকর ঘটনাটি ঘটেছে ভারতে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়।
এতে দেখা যায়, বিয়ে উপলক্ষে একটি বাড়িতে বিশাল মঞ্চ তৈরি হয়েছে। চারদিকে আলোক ছটা। আর মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন বর এবং নববধূ। এ সময় ফটোস্যুট করার জন্য ধীরে ধীরে বরের দিকে এগিয়ে যাচ্ছেন নববধূ। তাদের পেছন থেকে ছবি তুলছেন একজন চিত্রগ্রাহক। তা দেখে অন্য এক চিত্রগ্রাহকও লাফিয়ে মঞ্চে ওঠার চেষ্টা করেন।
তখনই ঘটে বিপত্তি। পা পিছলে মঞ্চের উপরই পড়ে যান ওই চিত্রগ্রাহক। হুমড়ি খেয়ে কনের একদম পায়ের কাছে পড়েন ওই যুবক। তবে পড়ে যাওয়ার পর ওই ফটোগ্রাফার সঙ্গে সঙ্গে উঠে না দাঁড়িয়ে শুয়ে পড়েন। যেন বর-কনের ফটোস্যুটে কোনো ব্যাঘাত না ঘটে।
আর এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই বেজায় মজেছেন নেটিজেনরা। অনেকেই ওই চিত্রগ্রাহকের এমন পেশাদারিত্ব নিয়ে প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন। আরেকজন লিখেছেন, কর্ম করতে গিয়েছিলেন কিন্তু কাণ্ড করে ফেলেছেন। চিত্রগ্রাহকের জন্য দুঃখ হচ্ছে।
মন্তব্য করুন