

বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্রক্ষমতায় এসে সর্বপ্রথম নারীদের হাতের কাজের প্রশিক্ষণের ব্যবস্থা করেন। বিনা সুদে ঋণের ব্যবস্থা করেন। আর খালেদা জিয়া প্রথম প্রধানমন্ত্রী হয়ে দশম শ্রেণি পর্যন্ত নারীদের বিনা বেতনে লেখাপড়ার ব্যবস্থা করেন। সর্বপ্রথম বয়স্কভাতা, বিধবাভাতা ও মুক্তিযোদ্ধা ভাতা চালু করেন।
তিনি বলেন, আগামীতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় যেতে পারলে তারেক রহমান ঘোষণা দিয়েছেন নারীদের নামে পারিবারিক কার্ড চালু হবে। স্বল্পমূল্যে নারীরা চাল, ডাল, ভোজ্যতেল, লবণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যদি সংগ্রহ করতে পারবেন।
বুধবার (৫ নভেম্বর) যশোর শহরের আরএনরোড ক্রীড়াচক্রের মাঠে আসাদ স্মৃতি ইনস্টিটিউশনের ২০ বছর পূর্তি উৎসবে নারীদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণী অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অমিত বলেন, বিগত ১৭ বছরে সরকার রাষ্ট্রের কোনো দায়িত্ব পালন করেননি। সাধারণ মানুষ নিজেরা লড়াই করে নিজের অবস্থানের পরিবর্তন করেছেন। সঙ্গে সঙ্গে দেশের ভাগ্যেরও পরিবর্তন হয়েছে। সরকারের কোনো কৃতিত্ব নেই। সরকার জনগণের চাহিদা পূরণ করতে ব্যর্থ। আগামী নির্বাচনে বিএনপি নির্বাচিত হলে দেড় কোটি তরুণের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। চাকরির জন্য কাউকে এক কাপ চাও খাওয়ানো লাগবে না। শুধুমাত্র যোগ্যতা থাকলেই হবে।
তিনি বলেন, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গণ সচল থাকলে যুবসমাজ মাদক থেকে দূরে থাকবে। আগামীতে বিএনপির হাতে শাসনভার এলে নাগরিকদের জন্য শহরের মধ্যে খেলার মাঠের ব্যবস্থা করা হবে। রাষ্ট্র গঠনে সুদৃঢ় ভূমিকা থাকবে। যশোরে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ চালু হবে, করোনারি ইউনিট সচল হবে। হৃদরোগের চিকিৎসার জন্য কাউকে যশোরের বাইরে যাওয়া লাগবে না।
এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, আরএনরোড ক্রীড়াচক্রের সভাপতি মোস্তফা গোলাম কাদের, টায়ার মালিক সমিতির সভাপতি শাহিনুর রহমান ঠান্ডু, সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান ও সামাজিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ৩০ জন নারীর মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করেন।
মন্তব্য করুন