

উত্তরের সীমান্তবর্তী উপজেলা তেঁতুলিয়ায় শীতের আবহ লাগতে শুরু করেছে। সন্ধ্যা থেকেই ঠান্ডা বাড়ে, আর সকাল পর্যন্ত এই শীতের অনুভূতি স্পষ্ট থাকে।
শনিবার (৮ নভেম্বর) তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৩ শতাংশ।
সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় এ তথ্য নিশ্চিত করেন।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঐতিহাসিকভাবে শীত মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়াতেই রেকর্ড করা হয় এবং নভেম্বরের মধ্যভাগ থেকে উত্তরাঞ্চলে শীত আরও বাড়তে পারে।
স্থানীয় বাসিন্দা সুরুজ মিয়া বলেন, সন্ধ্যা হলেই ঠান্ডা লাগে। রাতে ও ভোরে চাদর ছাড়া থাকা যায় না।
স্থানীয় বাসিন্দা তমিরুল ইসলাম বলেন, ভোর থেকে সকাল পর্যন্ত হিমেল বাতাসে কাঁপছে পুরো জনপদ। দিনের বেলায় কিছুটা রোদ পাওয়া গেলেও তা পর্যাপ্ত নয়।
তেঁতুলিয়া ঘুরতে আসা পর্যটক মুতাসিম বিল্লাহ জানান, এখানকার বাতাস অনেক ঠান্ডা। এখানে শীতটা স্পষ্টভাবে অনুভূত হচ্ছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিনে তেঁতুলিয়া ও পার্শ্ববর্তী অঞ্চলে তাপমাত্রা আরও কিছুটা হ্রাস পেতে পারে। ফলে শীতের প্রকোপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, উত্তর দিক থেকে প্রবাহিত হিমেল বাতাসের প্রভাবে তেঁতুলিয়ায় তাপমাত্রা কিছুটা কমে গেছে। আগামী কয়েকদিন এ অবস্থা অব্যাহত থাকতে পারে।
মন্তব্য করুন