

ফরিদপুরের ভাঙ্গা থানা ভাঙচুর মামলায় নিক্সন চৌধুরীর সহযোগী নজরুল শিকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কেএম কলেজপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নজরুল শিকারী নিক্সন চৌধুরীর একজন ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। আলগি ও হামিরদি ইউনিয়নকে ভাঙ্গা উপজেলা থেকে বিচ্ছিন্ন করার ঘটনায় ইউনিয়নবাসীর পক্ষে আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তিনি।
এর আগে তিনি ইসলামী আন্দোলনের ব্যানারে আলগি ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচন করেছেন, অল্প ভোটে পরাজিত হন। ইউনিয়নবাসীর আন্দোলনকে কেন্দ্র করে থানা ভাঙচুরের ঘটনায় তাকে সাত নম্বর আসামি করা হয়েছে।
ভাঙ্গা থানার ওসি মো. আশরাফ হোসেন কালবেলাকে বলেন, গত ১৫ সেপ্টেম্বর থানা ভাঙচুর মামলার এজাহারনামীয় সাত নম্বর আসামি নজরুল শিকারী। তাকে কলেজপাড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে থানা ভাঙচুরসহ ৩টি মামলা রয়েছে।
তিনি আরও বলেন, আইনপ্রক্রিয়া শেষে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
মন্তব্য করুন