লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুন ২০২৩, ০৬:২৮ পিএম
অনলাইন সংস্করণ

তিস্তায় পানি বৃদ্ধি, আতঙ্কে দুই পাড়ের মানুষ

কয়েকদিনের বৃষ্টিতে পাড় ভেঙে যাচ্ছে। ছবি : কালবেলা
কয়েকদিনের বৃষ্টিতে পাড় ভেঙে যাচ্ছে। ছবি : কালবেলা

উজান থেকে নেমে আসা ঢল ও কয়েকদিনের বৃষ্টিতে বাড়তে শুরু করেছে তিস্তা নদীর পানি। রোববার (১৮ জুন) সকাল ৬টা ও ৯টায় ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার ২৩ সেমি নিচ দিয়ে প্রবাহিত হয়। খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট। প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল।

কয়েকদিনের টানা, থেমে থেমে বৃষ্টি এবং ভারতের উজান থেকে নেমে আসা ঢলের পানিতে ধু ধু বালুচর পানিতে টইটম্বুর হয়ে পড়েছে। এতে তিস্তার চর ও নিম্নাঞ্চলে পানি ঢুকে ফসলের ক্ষতি হয়েছে। বিশেষ করে ক্ষতি হয়েছে বাদাম, পাট ও মৌসুমি ফসলের।

​    ​ভাটি এলাকায় ধীরে ধীরে পানি প্রবেশ করছে। ছবি : কালবেলা

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ডালিয়া পয়েন্ট সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেল থেকে পানি বাড়তে শুরু করে। পরে সন্ধ্যা ৬টায় ডালিয়া পয়েন্টে বিপদসীমার ৭৬ সেমি নিচ দিয়ে পানিপ্রবাহের রেকর্ড করা হয়। সন্ধ্যার পর কিছুটা কমলেও রোববার ভোর থেকে আবারও বাড়তে শুরু করে পানির তোড়। ভোর ৬টায় ডালিয়া পয়েন্টে পানি বিপদসীমার ২৩ সেমি নিচে ও সকাল ৯টায় ২৩ সেমি নিচে রেকর্ড করা হয়। তবে বিকেল ৩টা থেকে পানিপ্রবাহ কিছুটা কমে বিপদসীমার ২৮ সেমি নিচ দিয়ে হচ্ছে।

এতে ডালিয়ার ভাটি এলাকায় ধীরে ধীরে পানি প্রবেশ করছে। নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় কিছুটা ভোগান্তিতে পড়েছে সাধারণ তিস্তাপাড়ের মানুষ। চর এলাকায় চাষাবাদের জন্য বসবাসরত লোকজন গ্রাম এলাকায় চলে আসছেন। নৌকায় করে চরের ফসল নিয়ে আসছেন উঁচু এলাকায়।

তিস্তা গোবর্ধন এলাকার কৃষক রহিম মিয়া বলেন, কয়দিন ধরে বৃষ্টি হচ্ছে। কালকেও পানি বাড়ছিল। আজকে আবারও বাড়ছে। আমাদের বাদাম ক্ষেত, পাটক্ষেত ডুবে গেছে।

লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ বলেন, তিস্তায় পানি বৃদ্ধি পেয়েছে। ফলে নিচু এলাকায় পানি ঢুকছে। আমরা স্ব স্ব ইউপি চেয়ারম্যানদের সবশেষ খবর রাখতে বলেছি। বন্যায় ক্ষতিগ্রস্ত হলে সহায়তা দেওয়া হবে। এ ছাড়া আমরা জরুরি যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সজাগ রয়েছি।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন, গ্রীষ্ম মৌসুমে তিস্তার বিভিন্ন এলাকায় প্রকল্পের কাজ করা হয়েছে। মহিষখোচা এলাকায় ৪৯ কোটি টাকা ব্যয়ে বেরিবাঁধ করা হয়েছে। এ ছাড়াও ভাঙনপ্রবণ এলাকায় জিও ব্যাগ ফেলা হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত রয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিল দখল করে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অর্ধশত

এশিয়া কাপে বাংলাদেশের অধিনায়ক আজিজুল

পাঁচ দাবিতে ইউনিয়ন পরিষদ কর্মকর্তাদের স্মারকলিপি

মাইক্রোবাসচাপায় এনসিপির ২ নেতাসহ তিনজনকে হত্যাচেষ্টা

প্রকাশ্যে কাটা হলো যুবকের হাতের কবজি

ভয়াবহ ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামি সতর্কতা জারি

যুব হকি বিশ্বকাপে বাংলাদেশের সাফল্যে বিসিবির অভিনন্দন

চবি ভর্তি পরীক্ষার আবেদন ছাড়াল ১ লাখ

রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্রের শেষ বিদায়

ঘুষ নেওয়া সেই ভূমি কর্মকর্তাকে শোকজ

১০

মা-মেয়েকে কুপিয়ে হত্যা : রহস্যঘেরা সিসিটিভি ফুটেজ

১১

চট্টগ্রাম মহানগর জামায়েতের আমিরের সঙ্গে এরিক গিলানের মতবিনিময়

১২

রায়পুরায় ১০ দিনে ৩ খুন

১৩

বেগম জিয়ার বর্তমান স্বাস্থ্য পরিস্থিতির জন্য শেখ হাসিনাই দায়ী : খোকন

১৪

আমিরুলের আগুন ঝরা হ্যাটট্রিকে যুব হকি বিশ্বকাপের ‘চ্যালেঞ্জার চ্যাম্পিয়ন’ বাংলাদেশ

১৫

নির্বাচন-পূর্ব অর্থনীতিতে ৪ ঝুঁকি, সংকটের আড়ালে সম্ভাবনার হাতছানি

১৬

ফ্যাসিস্ট সরকার তারেক রহমানকে জোর করে বিদেশে পাঠিয়েছে : আজাদ

১৭

এবার মোহাম্মদপুরে যুবকের ঝুলন্ত মরদেহ, পাশেই ছিল চিরকুট

১৮

থাই-কম্বোডিয়া সীমান্তে সংঘর্ষ, পালাচ্ছে হাজার হাজার বাসিন্দা

১৯

রিয়াল ও ব্রাজিলের জন্য বড় দুঃসংবাদ

২০
X