সাভার প্রতিনিধি
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:২০ এএম
অনলাইন সংস্করণ

তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের মাটিতে আর আসবে না : কামরুল

ভাকুর্তা ইউনিয়নে আয়োজিত এক উঠান বৈঠকে অ্যাডভোকেট মো. কামরুল ইসলামসহ অতিথিরা। ছবি : কালবেলা
ভাকুর্তা ইউনিয়নে আয়োজিত এক উঠান বৈঠকে অ্যাডভোকেট মো. কামরুল ইসলামসহ অতিথিরা। ছবি : কালবেলা

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ সদস্য অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের মাটিতে আর আসবে না। এটি সাংবিধানিকভাবে বাতিল করা হয়েছে।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শনিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাভারের ভাকুর্তা ইউনিয়নে আয়োজিত এক উঠান বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

এসময় কামরুল ইসলাম বলেন, নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে এবং আমরা জনগণকে সাথে নিয়ে তাদের সকল অপকর্ম প্রতিহত করবো। বিএনপির নির্বাচনে আসা না আসা তাদের সাংগঠনিক সিদ্ধান্তের বিষয় এখানে আমাদের কিছু করার নেই। জনগণ যদি নির্বাচনে অংশগ্রহণ করে, ভোটাররা যদি নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে দেশে অনেক দল আছে তাদের নিয়েই নির্বাচন হবে। এতে বিএনপির আসা না আসায় কিছু আসে যায় না।

তিনি আরও বলেন, তত্তাবধায়ক সরকার নিয়ে বিএনপির দাবি মানার কোনো প্রশ্নই আসে না, এটি সাংবিধানিকভাবে বাতিল করা হয়েছে। সংবিধানের বাইরে একচুলও যাবার সুযোগ নেই। সংবিধান সম্মতভাবেই নির্বাচন হবে এবং নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং নির্বাচনের পরে যেই দল সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করবে ক্ষমতা সাংবিধানিকভাবে তাদের কাছে হস্তান্তর করা হবে।

নির্বাচন নিয়ে বহির্বিশ্বের কোন চাপ রয়েছে কিনা সাংবাদিকদের করা এমন প্রশ্নের জবাবে অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, আমরা কোনো চাপ অনুভব করছি না। জনগণ আমাদের সাথে রয়েছে।

এর আগে নিজ সংসদীয় আসন ঢাকা-৩ এর আওতাধীন সাভারের ভাকুর্তা ইউনিয়নবাসীর সাথে মুক্ত আলোচনায় অংশ নিয়ে উপস্থিত জনসাধারণের নানান প্রশ্নের উত্তর দেন তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন, সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, ভাকুর্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন ও ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম ও ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, ভাকুর্তা ৭ নম্বর ইউপি সদস্য জাকির হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কারের পরিবর্তে চক ব্যবহারের আহ্বান জানিয়েছে ডিবিএল সিরামিকস ‘টাইলচক’ 

বিশ্বে শক্তিশালী পাসপোর্টের সূচকে বাংলাদেশের অবস্থান কত?

হোয়াইটওয়াশ লজ্জায় বাংলাদেশ, একশও ছুঁতে পারল না মিরাজরা

হাটহাজারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

জাল সনদে ১৮ বছর শিক্ষকতা, জেনেও ব্যবস্থা নেননি অধ্যক্ষ

ইলিয়াস কাঞ্চনের অসুস্থতায় শাবনূরের আবেগঘন বার্তা

যুদ্ধের উসকানি দিয়ে শান্তির প্রতীক হওয়া যায় না, ট্রাম্পকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বাবার সঙ্গে আলোর শেষ কথা—আমরা আটকে গেছি

লাইভে এসে সংসদ ভেঙে দিলেন পালিয়ে যাওয়া মাদাগাস্কারের প্রেসিডেন্ট

মিরপুরে অগ্নিকাণ্ড : দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান তারেক রহমানের

১০

ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থীকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১১

মেসি নন, নতুনদের নিয়েই পুয়ের্তো রিকোর মুখোমুখি আর্জেন্টিনা

১২

বিএনপি কোনো দলের বিরুদ্ধে কুৎসা রটায় না : কফিল উদ্দিন 

১৩

বিএনপি নেতা নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি

১৪

পিআর পদ্ধতি নিয়ে আলোচনার মধ্য দিয়ে ঐকমত্যে পৌঁছাতে হবে : পরওয়ার

১৫

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে : লায়ন ফারুক

১৬

ভারতের হারে এশিয়ান কাপ খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের

১৭

সাবেক স্ত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

১৮

পর্তুগালসহ যেসব দল আজ নিশ্চিত করতে পারে বিশ্বকাপের টিকিট!

১৯

এক দিনের ব্যবধানে দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

২০
X