

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করছেন যশোর-৬ (কেশবপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।
শুক্রবার (১৪ নভেম্বর) কেশবপুরে স্থানীয় একটি এনজিওর হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শ্রাবণ বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শের সংগঠন বিএনপি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক। আসুন, দ্বিধা-দ্বন্দ্ব ভুলে সুখী-সমৃদ্ধ রাষ্ট্র বিনির্মাণে আমরা ঐক্যবদ্ধ হই।
এতে আরও বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা বিএনপির সহসভাপতি মাসুদুজ্জামান মাসুদ। এ সময় হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন বিশ্বজিৎ চৌধুরী, উৎপল দে, মলয় বসু, শিক্ষক মোহন দেবনাথ, প্রধান শিক্ষক সঞ্জয় মন্ডল, শিক্ষক দীপংকর দত্ত, ভানুপ্রসাদ চক্রবর্তী, শ্যামল সেন, গৌতম রায়, প্রণব চক্রবর্তী, সুব্রত চক্রবর্তী, নিত্যানন্দ দাস প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন