

রংপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে নির্বাচনী মোটরসাইকেল শোডাউনে গিয়ে নূর আলম নামে এক কর্মীর মৃত্যু হয়েছে। তিনি রংপুর সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ড হাজীরহাট এলাকার মৃত মনছুর আলীর ছেলে।
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে গঙ্গাচড়ার আলমবিদিতর ইউনিয়নের সয়রাবাড়ী এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও তিনজন আহত হয়েছেন।
জানা গেছে, শুক্রবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী রায়হান সিরাজীর সমর্থনে একটি মোটরসাইকেল শোডাউনে আয়োজন করা হয়। এতে অংশ নেন নূর আলম।
শোডাউনটি উপজেলার আলমবিদিতর ইউনিয়নের সয়রাবাড়ী এলাকায় পৌঁছালে নূর আলমের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পিলারে গিয়ে ধাক্কা খায়। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গঙ্গাচড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হানিফ সরকার বলেন, মোটরসাইকেল শোডাউনে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।
এদিকে, গঙ্গাচড়া উপজেলা পরিষদ মাঠ থেকে বের হওয়া মোটরসাইকেল শোডাউনটি সদর ইউনিয়ন, আলমবিদিতর ইউনিয়নের বড়াইবাড়ি, তুলশীরহাট, সয়রাবাড়ি, ও বেতগাড়ি ইউনিয়ন হয়ে বুড়িরহাট ঈদগাহ্ মাঠে এসে শেষ হয়।
সমাবেশে জেলা জামায়াতে ইসলামী সাবেক নায়েবে আমির অধ্যক্ষ আবদুল গণি, উপজেলা আমির মাওলানা নায়েবুজ্জামান, পরশুরাম থানা আমির অ্যাডভোকেট মাহাবুবুল আলম, সাবেক উপজেলা আমির অধ্যক্ষ শফিকুল আলম, উপজেলা নায়েবে আমির তাজউদ্দিন আহমেদ, উপজেলা সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা জামায়াতে ইসলামীর শৃঙ্খলা বিভাগের প্রধান মাওলানা শোয়াইবুর রহমান বলেন, ‘পাঁচ হাজারের বেশি মোটরসাইকেল শোডাউনে অংশ নেয়। এর পাশাপাশি অন্যান্য যানবাহনও ছিল। এতে একজন মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় মারা গেছেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি।’
মন্তব্য করুন