

পাবনার ঈশ্বরদী ইপিজেডে হাইজিংটন চায়না চুল কোম্পানির কারখানায় অক্সিজেন সংকটে ৪৩ নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন।
শনিবার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে হাইজিংটন কোম্পানির চতুর্থ তলায় দীর্ঘ সময় এসি বন্ধ থাকার কারণে অক্সিজেন লেভেল অনেক নেমে যায়। এতে অক্সিজেনের অভাবে অনেক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।
এর মধ্যে ৪৩ জন গুরুতর অসুস্থ হলে ১৫ জনকে বেপজা হাসপাতালে এবং বাকি ২৮ জনকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অসুস্থ শ্রমিকদের মধ্যে অহিদুল ইসলাম, সুলেখা খাতুন, অজুফা খাতুন ও রোকাইয়া খাতুন বলেন, প্রতিদিনের মতো আমরা ঈশ্বরদী ইপিজেডে হাইজিংটন চায়না চুল কোম্পানিতে চতুর্থ তলায় কাজ শুরু করি। কাজ শুরুর পর ফ্লোরের এসি বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় এসি বন্ধ থাকার পর একে একে অনেকেই অসুস্থ হয়ে পড়ে। আমরা যারা বেশি অসুস্থ হয়েছি তাদের ঈশ্বরদী হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়েছে।
এ ব্যাপারে হাইজিংটন চায়না চুল কোম্পানির অ্যাডমিন রাশিদুজ্জামান কালবেলাকে বলেন, এসি বন্ধ হয়ে যাওয়ায় অক্সিজেন লেভেলটা নেমে গিয়েছিল। এজন্য কয়েকজন নারী শ্রমিক অসুস্থ হয়েছে। নারী শ্রমিকরা অসুস্থ হয়ে পড়লে তাদের দেখে আতঙ্কিত হয়ে বাকিরা অসুস্থ হয়ে যায়।
ঈশ্বরদী ইপিজেডের নির্বাহী পরিচালক কালবেলাকে জানান, আক্রান্তরা সবাই গণহিস্টিরিয়া রোগে আক্রান্ত বলে মেডিকেল সেন্টার থেকে জানানো হয়েছে। খবর পাওয়ার পরপরই কারখানা পরিদর্শন করা হয়। আক্রান্তরা সুস্থ হয়ে বাড়িতে ফিরছেন।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাসনিম তমান্না স্বর্ণা কালবেলাকে জানান, দুপুর ১২টার সময় ঈশ্বরদী ইপিজেডের ২৮ শ্রমিক হাসপাতালে আসেন। তারা অস্থিরতায় ছিলেন, বমি ভাব ছিল, সবাই ঝিমাচ্ছিলেন, অক্সিজেনের অভাবে শ্বাসকষ্টে ভুগছিলেন। প্রাথমিকভাবে তাদের অক্সিজেন, স্যালাইন, ইনজেকশন ও নেবুলাইজেশন দেওয়া হয়। ২৮ জনকেই স্যালাইন দেওয়া হয়। তারা সবাই ভর্তি আছেন। আস্তে আস্তে অনেকেই সুস্থ হয়ে উঠছেন।
মন্তব্য করুন