মিজানুর রহমান, ফেনী
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

ফেনীতে খালেদা জিয়ার যত অবদান

ফেনী জেলা প্রশাসকের কার্যালয়। ছবি : কালবেলা
ফেনী জেলা প্রশাসকের কার্যালয়। ছবি : কালবেলা

ফেনীর জনপদের সোনালি সন্তান মাটি ও মানুষের প্রিয় নেত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি ফেনী-১ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হওয়া এই মহীয়সী নারী নিজের পৈতৃক জেলা ফেনীকে সাজিয়েছেন তিল তিল করে।

তার শাসনামলে ফেনীর শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ এবং অবকাঠামো খাতে যে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে, তা ফেনীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। স্থানীয়দের মতে, আধুনিক ফেনীর রূপকার হিসেবে তিনি আজীবন স্মরণীয় হয়ে থাকবেন।

শিক্ষা ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ​

বেগম খালেদা জিয়ার শাসনামলে ফেনীর শিক্ষা খাতের আমূল পরিবর্তন ঘটে। তার হাত ধরেই প্রতিষ্ঠিত হয়েছে দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ফেনী গার্লস ক্যাডেট কলেজ। কারিগরি শিক্ষার প্রসারে ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয় ফেনী কম্পিউটার ইনস্টিটিউট যা দেশের একমাত্র বিশেষায়িত পলিটেকনিক ইনস্টিটিউট।

এ ছাড়া​ফেনী সরকারি কলেজ ও ফেনী সরকারি জিয়া মহিলা কলেজে উচ্চশিক্ষার প্রসারে তিনি নিয়েছিলেন অনেকগুলো যুগান্তকারী পদক্ষেপ। বেগম জিয়ার নামে প্রতিষ্ঠিত বেগম খালেদা জিয়া মহিলা কলেজ ফুলগাজীতে আজও ঠাঁয় দাঁড়িয়ে আছে। তারই হাত ধরে​নারীর ক্ষমতায়নে জেলা জুড়ে অসংখ্য স্কুল, কলেজ ও মাদ্রাসার অবকাঠামো উন্নয়ন এবং সেগুলোকে আধুনিকীকরণ করা হয়েছে। যার সুফল ভোগ করেছে জেলাবাসী।

স্বাস্থ্যসেবায় আধুনিকায়ন ​

ফেনীবাসীর চিকিৎসাসেবা দোরগোড়ায় পৌঁছে দিতে তিনি ব্যাপক ভূমিকা রাখেন।​ফেনী শহরের প্রাণকেন্দ্রে আধুনিক ডায়াবেটিক হাসপাতাল ও ট্রমা হাসপাতাল স্থাপন করা হয়।​ফেনী সদর হাসপাতালকে শয্যা সংখ্যা বৃদ্ধি ও আধুনিক চিকিৎসা সরঞ্জামে সজ্জিত করা হয়। ​ উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে আধুনিকায়ন করে সেবার পরিধি বাড়ানো হয়। যা জেলার স্বাস্থ্য খাতকে করেছে সমৃদ্ধ।

যোগাযোগ ও অবকাঠামো উন্নয়ন ​

ফেনীর যাতায়াত ব্যবস্থাকে আধুনিক করতে তার অবদান অনস্বীকার্য।​ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশের উন্নয়ন এবং জেলার অসংখ্য গ্রামীণ জনপদের রাস্তাঘাট পাকাকরণ করা হয় তার হাত ধরে।​ফেনী-বিলোনিয়া রেল যোগাযোগ সচল রাখতে তিনি বিশেষ গুরুত্ব দেন।​

ফুলগাজীকে নতুন উপজেলা হিসেবে ঘোষণা এবং উপজেলা হেডকোয়ার্টারের প্রশাসনিক ভবন নির্মাণ তার অন্যতম বড় অবদান। ফেনী জেলা প্রশাসকের কার্যালয়, ফেনী সার্কিট হাউস ভবনের আধুনিকিকরণ করে তিনি জেলা প্রশাসনের মর্যাদা বৃদ্ধি করেন। ১৯৯১ সালে তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন ফেনী জেলা সদর দপ্তরের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। যা জেলার প্রশাসনিক ব্যবস্থাকে করেছে সমৃদ্ধ।

কৃষি ও শিল্পায়ন ​

ফেনীর অর্থনীতিকে চাঙ্গা করতে খালেদা জিয়ার সরকার কৃষি ও শিল্পে ব্যাপক বরাদ্দ দেয়।​তারই ধারাবাহিকতায় সোনাগাজীতে দেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়। পল্লী বিদ্যুৎতায়নের মাধ্যমে তার সরকারের সময়ে ফেনীর ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ পৌঁছে দেওয়া হয়েছে। কৃষকদের সুবিধার্থে মুহুরী ও কুহুয়া নদীর বেড়িবাঁধ নির্মাণ এবং মুহুরী সেচ প্রকল্পের আধুনিকায়ন করা হয়।​মুহুরীগঞ্জে বিসিক শিল্পনগরী স্থাপনের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হয়।

এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর ফেনী জেলা সম্পাদক মুহাম্মদ শাহাদাত হোসেন কালবেলাকে জানান, বেগম জিয়ার উন্নয়ন কর্মকাণ্ড আজীবন ফেনীবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে। তিনি এখান থেকে পাঁচবার এমপি নির্বাচিত হয়েছেন। যার মধ্যে তিনবারই ছিলেন প্রধানমন্ত্রী। এ কারণে ফেনী জেলার সমৃদ্ধির পেছনে ওনার অনেক অবদান রয়েছে। যার কারণে সারা বিশ্বের কাছে ফেনী ব্যাপক পরিচিতি পেয়েছে। যুগ যুগ ধরে জেলাবাসী বেগম জিয়ার অবদান মনে রাখবে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবদীন বলেন, ফেনীর উন্নয়ন ও অগ্রগতি আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা অনস্বীকার্য। জেলাজুড়ে তার সরকারের সময়ে বেশি উন্নয়ন হয়েছে। আমরা তাকে কেবল নেতা নয়, ফেনীর গর্ব হিসেবে চিরকাল মনে রাখব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়াকে সশস্ত্র বাহিনীর গার্ড অব অনার

নিরাপত্তার প্রশ্নে স্থগিত এ আর রহমানের কনসার্ট

নিজ হাতে খালেদা জিয়াকে শায়িত করলেন তারেক রহমান

জানুয়ারির ১ তারিখকেই কেন বছরের প্রথম দিন ধরা হয়, জানলে অবাক হবেন

বিপিএলের নতুন সূচি প্রকাশ, চট্টগ্রামবাসীর জন্য বড় দুঃসংবাদ

জিয়াউর রহমানের সমাধির পাশে খালেদা জিয়ার দাফন সম্পন্ন 

‘ও ভেই যেই বেক্কুনে মিলি জুম কাবা যেই’

বিপাকে ভারতী সিং

খালেদা জিয়ার কফিন কাঁধে তুলে নিলেন আজহারি

‘খালেদা জিয়ার মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনো মুক্তি পাবেন না’

১০

গণঅধিকারের সেই ফারদিনের আয় ‘হাজার কোটি’ থেকে নামল কোটি টাকায়

১১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৪ কিমি যানজট, চরম দুর্ভোগ

১২

মায়ের জানাজায় যা বললেন তারেক রহমান

১৩

এবার খল চরিত্রে কারিনা কাপুর

১৪

ওয়ালটনে চাকরির সুযোগ, যারা আবেদন করতে পারবেন

১৫

তুলার মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

১৬

ফেনীতে খালেদা জিয়ার যত অবদান

১৭

১ কেজি ফ্যাট ঝরাতে কতক্ষণ হাঁটতে হবে, জানালেন বিশেষজ্ঞ

১৮

লাখ লাখ মানুষের অংশগ্রহণে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন

১৯

বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা আফগানিস্তানের

২০
X