

টাঙ্গাইলের মধুপুরে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে জিহাদ (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন মোটরসাইকেল আরোহী তার বন্ধু।
শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে টাঙ্গাইল-জামালপুর সড়কের গোলাবাড়ি ব্রিজের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিহাদ মধুপুর উপজেলার বাসুদেব বাড়ির মহাদাস এলাকার জাকির হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জিহাদ তার এক বন্ধুসহ মোটরসাইকেলযোগে মধুপুর থেকে জামালপুর রোডে ধরে বাড়ি ফিরছিল। এ সময় গোলাবাড়ি ব্রিজের পাশেই ‘বিনিময় সার্ভিস’ নামে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই জিহাদের মাথা থ্যাঁতলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। তার বন্ধু গুরুতর আহত হয়।
দুর্ঘটনার পরপরই সংশ্লিষ্ট বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধ জনতা প্রতিবাদে বিনিময় নামেন অন্য একটি বাসে আগুন ধরিয়ে দেয়। ফলে উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান, দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী কিশোরের মৃত্যু হয়েছে। বিক্ষুব্ধ জনতা অপর একটি বাসে অগ্নিসংযোগ করে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এ দিকে শনিবার দুপুর ১২টার দিকে গোলাবাড়ি ব্রিজের পূর্বপাশে সড়কে আরও একটি দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। মাইক্রোবাসের সঙ্গে সিএনজি চালিতঅটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গোলাবাড়ি বাড়ি এলাকার বড় বাড়ির খলিলুর রহমানের ছেলে অটোরিকশাচালক মজিবর হোসেন (৬০) নিহত হন।
আগের দিন শুক্রবার বেলা ১১টার দিকে একই এলাকার নেকীবাড়ীতে বাস উল্টে পুকুরে পড়ে এক শিশুর মৃত্যু হয়। এসব ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মন্তব্য করুন