

শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে কুমিল্লার চৌদ্দগ্রামে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম এলাকার ৪২ কিলোমিটারের বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থানে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। তবে জনজীবন ও যান চলাচল রয়েছে স্বাভাবিক।
সোমবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার ভিবিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
উপজেলার উত্তরে পৃথকভাবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শামুকসার ও মিয়াবাজার অংশে এবং দক্ষিণে দত্তসার ও জগন্নাথদিঘী অংশে চেকপোস্টসহ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। চৌদ্দগ্রাম পৌরসভার লাকসাম রোডের মাথায় রয়েছে পুলিশ। এসব স্থানে সন্দেহজনক যানবাহন তল্লাশি করা হচ্ছে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হিলাল উদ্দিন আহমেদ বলেন, এএসপি সার্কেলের নেতৃত্বে আমরা বেশ কয়েকটি গাড়িতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম এলাকায় টহল জোরদার করা হয়েছে। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করা হচ্ছে।
মন্তব্য করুন