মুন্সীগঞ্জে সরকার নির্ধারিত মূল্য ২৭ টাকা কেজি দরে ২৭ হাজার ৭৫ কেজি আলু বিক্রি করা হয়েছে। রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত মুন্সীগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকিতে এ আলু বিক্রি করেছে নিপ্পন কোল্ড স্টোরেজ।
এদিকে মূল্য তালিকা না থাকা এবং বেশি দামে আলু বিক্রি করার কারণে মুন্সীগঞ্জ শহরের কাঁচাবাজারের তিন খুচরা ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানায়, করিম স্টোরকে তিন হাজার টাকা, আয়নাল হক স্টোরকে ৫০০ টাকা ও হাবিবুর সবজি ঘরকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
মুন্সীগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুস সালাম বলেন, ‘সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালানো হয়। সরকারের বেঁধে দেওয়া দামে আমাদের তদারকিতে চট্টগ্রামের এক ব্যবসায়ীর কাছে ২৭ হাজার ৭৫ কেজি আলু বিক্রি করা হয়। এ ছাড়া আলুর মূল্য তালিকা না থাকায় তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।’
মন্তব্য করুন