

ইকরা বাংলাদেশ স্কুল, হবিগঞ্জ ও ইকরা দারুল উলূম মাদ্রাসার শিক্ষার্থীদের বার্ষিক চড়ুইভাতি অনুষ্ঠিত। সোমবার (২৪ নভেম্বর) জেলার শায়েস্তানগর খেলার মাঠে এ চড়ুইভাতির আয়োজন করা হয়।
দিনব্যাপী আয়োজিত এ চড়ুইভাতিতে বস্তা দৌড়, বিস্কিট দৌড়, গণিত দৌড়, পিলো পাসিং, মোরগ লড়াই, বল টাচ, ফুটবল, পেনাল্টি শট, বিস্কিট কপালসহ বিভিন্ন খেলাধুলা ও বিনোদনমূলক ইভেন্টে অংশ নেয় শিক্ষার্থীরা।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইকরা হবিগঞ্জের প্রিন্সিপাল হাফিজ মাওলানা মাসউদুল কাদির।
তিনি বলেন, কায়িক পরিশ্রম ও মাঠভিত্তিক কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুধু কিতাবি জ্ঞান নয়, বাস্তবজগতের সঙ্গে পরিচিত করতেই প্রতি বছর এ চড়ুইভাতির আয়োজন করা হয়।
তিনি আরও বলেন, ইকরায় কোরআন শিক্ষা বাধ্যতামূলক। স্কুলের মূল পাঠ্যক্রমের সঙ্গে দ্বীনি তারবিয়াহ যুক্ত করায় শিক্ষার্থীরা জীবনঘনিষ্ঠ শিক্ষায় সমৃদ্ধ হচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন, মাওলানা সাজিদুল ইসলাম, মুফতি সামিল আহমদ ওসমান, আনোয়ার হোসাইন, সাইফুল ইসলাম, হাফিজ হাফিজুর রহমান, হাফিজ ইশমাম আহমদসহ বিভিন্ন অতিথি ও অভিভাবকরা।
মন্তব্য করুন