শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬, ১১ মাঘ ১৪৩৩
রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৫, ০৯:১৭ পিএম
আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ০৯:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

রামেকে দেশের প্রথম সাপে কাটা ওয়ার্ড চালু, এক মাসে মৃত্যু শূন্য

রামেক হাসপাতাল। ছবি : সংগৃহীত
রামেক হাসপাতাল। ছবি : সংগৃহীত

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে দেশের প্রথম সাপে কাটা ও বিষবিদ্যা ওয়ার্ড চালুর পর গত এক মাসে সাপে কাটা কোনো রোগীর মৃত্যু হয়নি। রাজশাহী অঞ্চলে সাপে কাটা রোগীর সংখ্যা বেশি এবং অতীতে মৃত্যুহারও উল্লেখযোগ্য হওয়ায় মৃত্যুহার কমানোর লক্ষ্যেই এ বিশেষায়িত ওয়ার্ডটি চালু করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ওয়ার্ড চালুর পর সেবার মানে উল্লেখযোগ্য উন্নতি এসেছে। এর আগে রামেকে সাপে কাটা রোগীর বড় একটি অংশের মৃত্যু হতো।

হাসপাতালের তথ্য অনুযায়ী, জুলাই ২০২৫ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত রামেক হাসপাতালে ৭৯৫ জন নন-ভেনোমাস (বিষহীন) সাপে কাটা রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে ৩৪১ জন ভেনোমাস (বিষধর) সাপের কামড়ের রোগী ভর্তি হন। শুধু রাসেলস ভাইপারের কামড়ে ভর্তি হয়েছেন ৬৮ জন। এদের মধ্যে ২৩ অক্টোবর পর্যন্ত মৃত্যু হয়েছে ১২ জনের।

ওয়ার্ড চালুর পর গত এক মাসে (২৪ অক্টোবর থেকে ২৪ নভেম্বর) এ বিশেষ ওয়ার্ডে চিকিৎসা নিয়েছেন ১১১ জন। এরমধ্যে ৭৫ জন বিষহীন এবং ৩৬ জন বিষধর সাপের কামড়ের রোগী। তবে এ সময়ে একজনেরও মৃত্যু হয়নি, যা রামেকের জন্য নতুন মাইলফলক বলে মন্তব্য চিকিৎসকদের।

গত ২৩ অক্টোবর রামেক হাসপাতালে ১২ শয্যার এ বিশেষায়িত সাপের কামড় ও বিষবিদ্যা ওয়ার্ডটি চালু করা হয়। হাসপাতালের পুরোনো ক্যান্টিনের জায়গায় তৈরি এ এইচডিইউমানের ওয়ার্ডে সাপের বিষজনিত জটিলতা— শ্বাসকষ্ট, হৃদযন্ত্রের ব্যর্থতা, স্নায়বিক সমস্যার তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা রয়েছে। ওয়ার্ডে ৮ জন পুরুষ ও ৪ জন নারী রোগীর জন্য শয্যা রয়েছে।

রামেক হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত চিকিৎসক ডা. শংকর কুমার বিশ্বাস বলেন, আগে রাসেলস ভাইপারের কামড়ে মৃত্যুহার ছিল ২৭ শতাংশ। এখন সমন্বিত ও দ্রুত চিকিৎসা, সার্বক্ষণিক চিকিৎসক ও নার্স এবং পর্যাপ্ত অ্যান্টিভেনম সরবরাহের কারণে মৃত্যুহার অনেক কমে এসেছে। রোগী ওয়ার্ডে পৌঁছানোর সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু হয়, ফলে বাঁচার হার আরও বেড়েছে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ কালবেলাকে বলেন, দেশের প্রথম সাপের কামড় ও বিষবিদ্যা ওয়ার্ড আমরা চালু করেছি। এর আগে এখানকার চিকিৎসক ও নার্সদের ‘স্নেক বাইট ন্যাশনাল গাইডলাইন’ অনুযায়ী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আগে বড় ওয়ার্ডের কোনায় সাপে কাটা রোগীদের চিকিৎসা হতো, অনেক সময় দেরিও হতো। এখন পৃথক ওয়ার্ড থাকায় রোগীরা দ্রুত ও নিরাপদ চিকিৎসা পাচ্ছেন।

তিনি বলেন, ওয়ার্ডটি এখন খুব ভালো কাজ করছে। গত এক মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি। আলাদা চিকিৎসা ব্যবস্থার কারণে রোগীরা দ্রুত সুস্থ হচ্ছেন। আশা করছি, ভবিষ্যতেও এটি সফলভাবে চলবে। আগে রামেকে সাপে কাটা রোগীদের ৪০ শতাংশই মারা যেত, কিন্তু এ বিশেষ ওয়ার্ড চালুর পর মৃত্যুহার শূন্যে নেমে এসেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা কলেজে উত্তেজনা

প্রস্রাবের কথা বলে পুলিশকে ফাঁকি দিয়ে পালালেন আসামি

জনগণের দোয়া ও সমর্থন চাইলেন রবিউল

ব্র্যাক ইপিএল কর্পোরেট ক্রিকেটে সেনাবাহিনী ও ঢাকা ব্যাংকের জয়

আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ

‘বিশ্ব প্রস্থোডন্টিস্ট দিবস’ উদযাপিত / মুখ ও দাঁতের মানসম্মত চিকিৎসার ওপর গুরুত্বারোপ

আরেক সাফ মুকুটের দুয়ারে ‘ব্রাত্য’ সাবিনারা

বিএনপির নির্বাচনী পথসভায় দুপক্ষের সংঘর্ষ, আহত ২০

উত্তরবঙ্গকে বাণিজ্যিক রাজধানী করা হবে : জামায়াত আমির

আসর সেরা হয়েও ক্ষমা চাইলেন শরিফুল

১০

নাসীরুদ্দীন পাটওয়ারীকে ডিম নিক্ষেপ, ছুড়ল নোংরা পানি

১১

দেশের উন্নয়নে বধিরসহ সবাইকে সম্পৃক্ত করতে হবে : অপর্ণা রায়

১২

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় জিয়া পরিষদের দোয়া মাহফিল

১৩

আনুষ্ঠানিকভাবে নুরুদ্দিন অপুর নির্বাচনী প্রচার শুরু   ‎

১৪

বিভিন্ন স্থানে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জামায়াতের

১৫

শিল্পকলায় মাসব্যাপী যাত্রাপালার সমাপনীতে মঞ্চস্থ হলো ‘জেনারেল ওসমানী’

১৬

৬ লাখ টাকা ব্যয়ে ভাসমান সেতু বানিয়ে প্রশংসায় ভাসছে যুবদল

১৭

পর্যাপ্ত খেলার মাঠের অভাবে তরুণসমাজ বিপথগামী হচ্ছে : মির্জা আব্বাস

১৮

বইয়ের পাতার গণ্ডি পেরিয়ে মহাকাশে বাংলাদেশের শিশুরা!

১৯

মানুষ একটি পরিবর্তন চায় : তারেক রহমান

২০
X