

বিপিএলের ১২তম আসর নিয়ে পরিকল্পনা আবারও বদলালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টুর্নামেন্ট শুরুর তারিখ থেকে ভেন্যু—সব ক্ষেত্রেই এলো নতুন সমন্বয়।
আগামী ৩০ নভেম্বর বিকেল তিনটায় অনুষ্ঠিত হবে বিপিএল–১২ এর প্লেয়ার ড্রাফট। ছয় দলের এই আসরে সর্বশেষ যুক্ত হয়েছে নতুন ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস। এদিকে ড্রাফটে অংশ নিতে ৫০০’র বেশি বিদেশি ক্রিকেটার আগ্রহ প্রকাশ করলেও বিসিবি নির্বাচিত করেছে ২৫০ জনকে।
এর আগে জানানো হয়েছিল, ১৯ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএল এবং ১৬ জানুয়ারি হবে ফাইনাল। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২৬ ডিসেম্বর শুরু হয়ে ২৩ জানুয়ারি শেষ হবে এবারের আসর। উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, সেখান থেকেই শুরু হবে প্রথম পর্ব। এরপর টুর্নামেন্ট যাবে চট্টগ্রামে, আর শেষ পর্ব হবে ঢাকায়।
টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগে ২৪ ডিসেম্বর ঢাকায় আয়োজন হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান।
এবারের বিপিএলে অংশ নেবে— রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস, সিলেট টাইটান্স, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স ও নোয়াখালী এক্সপ্রেস।
নতুন দল, নতুন তারকা আর নতুন তারিখ—সব মিলিয়ে অপেক্ষা এখন বিপিএল মাঠে গড়ানোর।
মন্তব্য করুন