

গোপালগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, এদেশে আর কোনো স্বৈরশাসকের জন্ম হবে না, আমি-ডামি নির্বাচন হবে না, ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে কাশিয়ানী উপজেলার পোনা মোহাম্মদ আবদুল খালেদ উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সেলিমুজ্জামান সেলিম।
এ সময় তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই সংসদ নির্বাচন অন্যান্য নির্বাচন থেকে, বিগত দিনে যে চারটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচন থেকে অনেক ভিন্ন নির্বাচন হবে। আমরা ২০০৮ সালের নির্বাচনে দেখেছি মঈনুদ্দিন-ফখরুদ্দিনের একটি সাজানো নির্বাচন, ২০১৪ সালে দেখেছি ১৫৩টি বিনা ভোটে জয়ী হয়ে একটি দল ক্ষমতা গ্রহণ করেছিল, ২০১৮ সালে দেখেছি দিনের ভোট রাতে হয়েছিল, ২০২৪ সালে দেখেছি আমি-ডামি নির্বাচন, আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেটি কিন্তু এই নির্বাচনের মতো আর হবে না। এজন্য আমি বিএনপি নেতাকর্মীদের বলতে চাই, আগামী নির্বাচন এ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, আমরা যারা একটি সরকারের নিপীড়ন-নির্যাতনের শিকার হয়েছিলাম আমরা প্রতিশোধে বিশ্বাসী না, এজন্য আমি আমার কাশিয়ানী মুকসুদপুর ভোটারদের বলবো, এই এলাকার শান্ত পরিবেশকে যারা অশান্ত করতে চায় তাদের ব্যাপারে আপনাদের সজাগ থাকবে হবে, আমি সবসময় সম্প্রীতির রাজনীতি করি, আমি কখনোই কোনো দাঙ্গা-হাঙ্গামার রাজনীতিতে বিশ্বাসী না।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমানের মনোনীত প্রার্থীকে বিজয়ী করবেন। আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, আগামী নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র, চক্রান্ত চলছে। সেই ষড়যন্ত্র চক্রান্তের মধ্যে আমাদের ছদ্মবেশে অনেক মানুষ রয়েছে, তারা নিজেরাও হয়তো চায় না আগামীতে বিএনপি ভালো কিছু করুক। আমি চাই, এই তৃণমূলের নেতাকর্মী-সমর্থকদের, আপনারা সব ষড়যন্ত্র চক্রান্ত ছিন্ন করে দিয়ে আগামীতে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থীকে জয়ী করব, এটাই হোক আজকে আমাদের শপথ।
সেলিমুজ্জামান বলেন, আগামীর বাংলাদেশ আমাদের প্রিয় নেতা তারেক রহমান যে স্বপ্ন নিয়ে ৩১ দফা এ জাতির কাছে উপহার দিয়েছেন, সেই ৩১ দফা বাস্তবায়নের জন্য আপনাদের এই তৃণমূল নেতাকর্মীদের ভূমিকা রাখতে হবে। কিছু মুখোশধারী নেতা চক্রান্ত, ষড়যন্ত্র করলেও এই তৃণমূলের নেতাকর্মীরাই আগামীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রার্থীকে বিজয়ী করবে এটা আমি মনেপ্রাণে বিশ্বাস করি।
সেলিমুজ্জামান আরও বলেন, তাই আসুন আমরা সব ভেদাভেদ ভুলে গিয়ে আগামীতে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ গড়ি, যে বাংলাদেশের স্বপ্ন দেখতেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যে বাংলাদেশের স্বপ্ন দেখেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যে বাংলাদেশের রূপকার হবেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান।
কাশিয়ানী সদর ইউনিয়নের সভাপতি শরীফ ইকরামুল কবিরের (বিয়েল শরিফ) সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আলম মোল্লার সঞ্চালনায় বক্তব্য দেন কাশিয়ানী উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক শিমুল, সদস্য সচিব আরিফুর রহমান পাবেল, উপজেলা বিএনপি তথ্য বিষয়ক সম্পাদক শহিদুল আলম মুন্নাসহ প্রমুখ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন– উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিমসহ অন্য নেতারা।
মন্তব্য করুন