

চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (CWCCI) আয়োজনে (‘Unlocking Chandpur Economic Potential: Opportunities and Challenges’) ‘চাঁদপুরের বাণিজ্য সম্ভাবনা ও প্রতিবন্ধকতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশান ক্লাবের ল্যাম্বডা হলে এই ব্যবসায়িক সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপে প্রধান অতিথির বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল বিজনেস সেন্টারের পরিচালক ও অধ্যাপক রাফিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জনতা ব্যাংকের পরিচালক ড. মো. শাহাদাত হোসাইন, এসএমই ফাউন্ডেশনের উপমহাব্যবস্থাপক ফারজানা আক্তার ও ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি শাহরিয়ার পলাশ।
অবসরপ্রাপ্ত মেজর মাকসুদুর রহমান আদনানের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (CWCCI) প্রেসিডেন্ট মোনিরা আক্তার। আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পাপড়ি বর্মন।
প্যানেল মডারেটর ছিলেন ফ্রান্স বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মঈন উদ্দিন মজুমদার, প্যানেল আলোচক ছিলেন জেন্ডার স্পেশালিস্ট নিলুফার করিম, চাঁদপুর জেলা মৎস্য বণিক সমবায় সমিতির লিমিটেডের সভাপতি আব্দুল বারী জমাদার মানিক, ওয়িং অ্যাপারেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ওয়ায়েছ মোহাম্মদ জয়। এছাড়াও বক্তব্য দেন ব্যবসায়ী ও সমাজসেবক ফয়সাল আহামেদ বাহার, ওয়েগা গ্রুপের চেয়ারম্যান বেলাল হোসেন, টোয়াবের ডিরেক্টর মো. ইউনুছ, পর্তুগালের পর্যটন ব্যবসায়ী সামুন রহমানসহ অন্য অতিথিরা।
বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান তার বক্তব্যে চাঁদপুরের ব্যবসায়িক সম্ভাবনা কাজে লাগাতে দক্ষ জনবল তৈরি, অবকাঠামো উন্নয়ন এবং নারী উদ্যোক্তাদের জন্য আরও অনুকূল পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল বিজনেস সেন্টারের পরিচালক ও অধ্যাপক রাফিউদ্দিন আহমেদ তার বক্তব্যে ব্যবসায়িক খাত, পর্যটন, কৃষি ও নৌ-বাণিজ্যে চাঁদপুরের উন্নয়ন সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন।
অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়। ব্যবসায়িক নেটওয়ার্কিং বিস্তারে এবং চাঁদপুরের উন্নয়ন রূপরেখা প্রণয়নে এ সংলাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
মন্তব্য করুন