

পটুয়াখালীর বাউফলে এক মাদকাসক্ত ছেলের লাগানো আগুনে বসতঘর পুড়ে গেছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মিলঘর এলাকায় এ ঘটনা ঘটে। এতে পরিবারের ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়ছে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, অতিরিক্ত মাদক সেবনে অনেকদিন থেকে মানসিক ভারসাম্যহীন মোশারফ ফকিরের ছেলে রেজাউল করিম রাজিব। একাধিকবার নিরাময় কেন্দ্রে চিকিৎসায়ও তেমন কোনো উন্নতি হয়নি। বুধবার সকালে পরিবারের অন্য সদস্যদের অনুপস্থিতিতে নিজেদের বসতঘরে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে আসবাব, ধান-চাল, কাপড়চোপড়সহ পুরো বসতঘর পুড়ে যায়।
ভুক্তভোগী মোশারফ ফকির বলেন, এখন কোথায় যাব, কীভাবে চলব বুঝতে পারছি না। ছেলের চিকিৎসার পেছনে লাখ লাখ টাকা খরচ করেছি। আজ সব হারিয়ে নিঃস্ব হয়ে গেলাম।
বাউফল ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর সাব্বির আহমেদ জানান, ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বসতঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। পরে আগুন যাতে আশপাশে ছড়িয়ে না পড়ে, সেজন্য পুরো এলাকা নিরাপদ করা হয়।
মন্তব্য করুন