

হবিগঞ্জে পটকা ফুটানো নিয়ে দুই মহল্লার সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বুধবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকার এক যুবক মোহনপুর অংশে পটকা ফুটায়। এ নিয়ে দুই যুবকের কথা কাটাকাটির একপর্যায়ে দুই মহল্লার লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ৩০ জন আহত হয়ে। গুরুতর আহত অবস্থায় ১০ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
সংঘর্ষের খবর পেয়ে সেনাবাহিনী ও সদর থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সহাবুদ্দীন শাহীন সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে জানা গেছে দুই যুবকের কথা কাটাকাটির জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
মন্তব্য করুন