

ঝালকাঠির রাজাপুর উপজেলায় ৫০০ টাকা বাজিতে ঠান্ডা পানিতে একটানা ১১২ বার ডুব দেওয়ার পর বাবুল মোল্লা (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে উপজেলার বড়ইয়া ইউনিয়নের পালট গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পালট গ্রামের বাবুল মোল্লা কাচারিবাড়ি বাজারে কয়েকজনের সঙ্গে ৫০০ টাকা বাজি ধরে সকাল বেলা ঠান্ডা পানিতে ১১২ বার ডুব দেন। ডুব দেওয়া শেষে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর রাজাপুর মেডিকেলে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজাপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবুল খায়ের মাহমুদ রাসেল বলেন, ‘আমরা ধারণা করছি ঠান্ডা পানিতে এতগুলো ডুব দেওয়ার কারণে মৃত্যু হতে পারে।’
এ বিষয়ে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমরা জানতে পেরেছি। এ বিষয়ে যাচাইবাছাই করছি।’
মন্তব্য করুন