

দেশ ও গণতন্ত্র রক্ষায় বিএনপিকে ঐক্যবন্ধভাবে এগিয়ে নিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ মো. আব্দুল্লাহ। মঙ্গলবার (০৬ জানুয়ারি) বিকেলে শ্রীনগরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ ছাড়া নেতাকর্মীদের নিয়ে এ দোয়া ও মোনাজাত নিজেই পরিচালনা করেন। এ সময় মরহুম বেগম খালেদা জিয়ার পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুম আরাফাত রহমান কোকো এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া করেন।
বীরতারা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. স্বাধীন মোল্লার সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইস্রাফিল আলমের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম মৃধা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনোয়ার হোসেন ভূইয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খান, শিক্ষক নেতা জাহাঙ্গীর হোসেন খান, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন মৃধা জেমস, উপজেলা জাসাসের সভাপতি শফিউল আলম আজম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী খান সাগর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়সাল আহমেদ রনি, সদস্য সচিব এমদাদুল ইসলাম রজিন, উপজেলা কৃষক দলের সভাপতি শাহ আলম, উপজেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি স্থানীয় মুসল্লি ও মহিলাদের অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
মন্তব্য করুন