রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট বাজারে প্রায় ২০ কেজি ওজনের একটি কাতলা মাছ ৩৮ হাজার টাকায় বিক্রি হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) সকালে ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মাসুদ মোল্লা মাছটি বিক্রি করেন। শুক্রবার রাতে তিনি ৩৬ হাজার টাকায় কাতলাটি কিনেছিলেন। এর আগে সন্ধ্যায় কলারবাগান এলাকার জেলেদের জালে পদ্মা নদীতে মাছটি ধরা পড়ে।
সকালে মাসুদ মোল্লা জানান, বড় একটি কাতলা মাছ ধরা পড়ার খবর পেয়ে তিনি অপেক্ষা করতে থাকেন। পরে রাতেই ইউসুফ মোল্লার আড়তে আনা হলে ওজন দিয়ে দেখেন প্রায় ২০ কেজি। এই মৌসুমে পদ্মা নদীতে এত বড় কাতলা মাছ বিরল। মাছটি পেয়ে জেলেরা যেমন খুশি, ব্যবসায়ী হিসেবে তিনিও খুশি হয়েছেন।
স্থানীয় মৎস্যজীবীরা বলেন, পদ্মা নদীর পানি কমতে থাকায় কয়েক দিন ধরেই জেলেদের জালে রুই, কাতলা, পাঙাশ, বাগা আইড় জাতীয় মাছ ধরা পড়ছে।
জানা গেছে, শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে দৌলতদিয়া ফেরিঘাটের পাশে কলারবাগান এলাকায় জাল ফেলেন জেলেরা। সন্ধ্যার পর জালে বড় কোনো মাছ আটকা পড়ার বিষয়টি আঁচ করতে পারেন তারা। পরে জাল গুটিয়ে নৌকায় তুলতেই দেখেন বিশাল একটি কাতলা মাছ। বিক্রির জন্য রাতেই ফেরিঘাট বাজারে ছুটে আসেন জেলেরা। স্থানীয় আড়তদার ইউসুফ মোল্লার আড়তে মাছটি তোলা হয়। পরে নিলামের মাধ্যমে মাছটি কিনে নেন মাছ ব্যবসায়ী মাসুদ মোল্লা।
মাসুদ মোল্লা বলেন, ‘ঢাকার এক ব্যবসায়ীর কাছে মাছটি বিক্রি করেছি। আজ সকালে ঢাকাগামী একটি পরিবহনে এটি পাঠিয়ে দেওয়া হয়েছে।’
মন্তব্য করুন