খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ করেছে মহানগর ও উত্তর জেলা বিএনপি। সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচি হয়।
বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে ও সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চালনায় স্থানীয় নেতারা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকার জনগণের কথা ভাবে না। তাই বিএনপি জনগণের অধিকার আদায়ের আন্দোলন নিয়ে মাঠে রয়েছে। এই আন্দোলন দমাতে খালেদা জিয়াকে ফরমায়েশি রায় দিয়ে বন্দি করে সুচিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে। খালেদা জিয়াকে বন্দি ও তারেক রহমানকে দেশের বাইরে রেখে বিএনপির আন্দোলনের গতিরোধ করা যাবে না। তাই খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে সুচিকিৎসা নিশ্চিতের দাবি জানাচ্ছি।
বিক্ষোভ সমাবেশে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ, যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি জাকির হোসেন নান্নু, উত্তর জেলা বিএনপি আহ্বায়ক দেওয়ান মো. শহিদুল্লাহ ও সদস্য সচিব মিজানুর রহমান মুকুল, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল ও জিয়া উদ্দিন সিকদার, সদস্য আ ন ম সাইফুল ইসলাম আজিম, দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সদস্য জাহিদুর রহমান রিপন প্রমুখ। এর আগে নেতাকর্মীরা খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল নিয়ে সভাস্থলে জড়ো হয়।
মন্তব্য করুন