খুলনা ব্যুরো
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

খুলনায় সাত ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার

খুলনা জেলার ম্যাপ। ছবি : কালবেলা
খুলনা জেলার ম্যাপ। ছবি : কালবেলা

খুলনায় সাত ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি হওয়া মালামাল উদ্ধার করা হয়। সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। গত শুক্রবার রাতে ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের বরাতিয়া গ্রামে পাশাপাশি দুটি বাড়িতে এ ডাকাতি সংঘটিত হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ওই ঘটনার সঙ্গে জড়িত বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান। পুলিশের তৎপরতায় দ্রুত সময়ের মধ্যে ডাকাতদের আটক ও ডাকাতি হওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানান তিনি।

পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান বলেন, ওইদিন আবুল হোসেন সরদার ও মো. সাবাজুল মোল্লার বাড়িতে দেশি অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করা হয়। এ সময় দুই বাড়ির সবাইকে দড়ি দিয়ে হাত ও পা বেঁধে রাখেন ডাকাতরা। সেদিন দুই বাড়ি থেকে সর্বমোট ২৬ হাজার ১০০ টাকা, ৪ ভরি ১০ আনা ওজনের স্বর্ণালংকার ও একটি ভিভো ব্র্যান্ডের মোবাইল ফোন নিয়ে যান ডাকাতরা। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিতভাবে প্রাথমিক তদন্ত শুরু করে। ওই ঘটনায় শনিবার রায়হান সরদার নামের একজন বাদী হয়ে ডুমুরিয়া থানায় মামলা করেন।

তিনি বলেন, মামলার রহস্য উদঘাটন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারের জন্য জেলার চৌকস অফিসার ও ফোর্সের সমন্বয়ে চারটি টিম গঠন করা হয়। সেই চারটি টিম খুলনা, সাতক্ষীরা ও যশোর জেলার বিভিন্ন থানা এলাকার অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে যশোরের মাজেদুল সরদারকে ডুমুরিয়ার সাহস এলাকা থেকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী পাইকগাছা থানার চাঁদখালী এলাকা থেকে মো. রফিকুর ইসলাম শেখকে আটক করা হয়। এরপর জিজ্ঞাসাবাদে উভয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সাতক্ষীরা সদর থানা এলাকা থেকে মো. সাইদুল গাজী, মো. মোসলেম শেখ, মো. আলমগীর মীর ও মো. সিদ্দিক শেখকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে খুলনা নগরের গল্লামারী এলাকা থেকে সাইদুল গাজীর স্ত্রী মরিয়ম বেগমকে আটক করা হয়। তাদের কাছ থেকে স্বর্ণ বিক্রির ২৭ হাজার ৮০০ টাকা, ১টি স্বর্ণের আংটি ও ৫টি বালা (ব্রঞ্জের ওপরে স্বর্ণের প্রলেপ) উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশ সুপার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

আরাও এক আসন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

গভীর রাতে বিসিবি সভাপতি বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন!

ডাকসু নিয়ে বিতর্কিত বক্তব্য : দুঃখ প্রকাশ সেই জামায়াত নেতার

আর্সেনালকে হারিয়ে প্রিমিয়ার লিগ জমিয়ে তুলল ম্যানইউ

তৌহিদ হোসেন ও ইসহাক দারের ফোনালাপ

ইয়ামালের অসাধারণ গোলে আবারও লা লিগার শীর্ষে বার্সা

ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রীকে হত্যা করা হয়েছে, দাবি তার ভাইয়ের

কিশোরদের কানে ধরে ওঠবস বিতর্ক, ব্যাখ্যা দিলেন ডাকসুর সর্বমিত্র

বাগেরহাটের ডিসি-এসপিকে ফোন করে হুমকি

১০

বিএনপির জনসভার ১৮টি মাইক, ৫ কয়েল তার চুরি

১১

দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতি : রিজভী

১২

সিরাজগঞ্জে বুদ্ধিস্ট ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

১৩

তারেক রহমানই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পারবেন :  সালাম

১৪

খালেদা জিয়ার মৃত্যুতে ঢামেকে শোক বই, উদ্বোধন করলেন ড্যাব সভাপতি 

১৫

শাকিবের গ্রিন কার্ড পাওয়ার ‘গোপন’ খবর ফাঁস করলেন অমিত হাসান

১৬

ইসিকে নিরপেক্ষতা ও স্বচ্ছ ভোট গণনা নিশ্চিত করতে হবে : রবিউল

১৭

ঢাবির মাঠে খেলতে আসায় কানে ধরালেন ডাকসুর সর্বমিত্র

১৮

সোমবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৯

তারেক রহমানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই : মঈন খান

২০
X