খুলনা ব্যুরো
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

খুলনায় সাত ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার

খুলনা জেলার ম্যাপ। ছবি : কালবেলা
খুলনা জেলার ম্যাপ। ছবি : কালবেলা

খুলনায় সাত ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি হওয়া মালামাল উদ্ধার করা হয়। সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। গত শুক্রবার রাতে ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের বরাতিয়া গ্রামে পাশাপাশি দুটি বাড়িতে এ ডাকাতি সংঘটিত হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ওই ঘটনার সঙ্গে জড়িত বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান। পুলিশের তৎপরতায় দ্রুত সময়ের মধ্যে ডাকাতদের আটক ও ডাকাতি হওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানান তিনি।

পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান বলেন, ওইদিন আবুল হোসেন সরদার ও মো. সাবাজুল মোল্লার বাড়িতে দেশি অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করা হয়। এ সময় দুই বাড়ির সবাইকে দড়ি দিয়ে হাত ও পা বেঁধে রাখেন ডাকাতরা। সেদিন দুই বাড়ি থেকে সর্বমোট ২৬ হাজার ১০০ টাকা, ৪ ভরি ১০ আনা ওজনের স্বর্ণালংকার ও একটি ভিভো ব্র্যান্ডের মোবাইল ফোন নিয়ে যান ডাকাতরা। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিতভাবে প্রাথমিক তদন্ত শুরু করে। ওই ঘটনায় শনিবার রায়হান সরদার নামের একজন বাদী হয়ে ডুমুরিয়া থানায় মামলা করেন।

তিনি বলেন, মামলার রহস্য উদঘাটন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারের জন্য জেলার চৌকস অফিসার ও ফোর্সের সমন্বয়ে চারটি টিম গঠন করা হয়। সেই চারটি টিম খুলনা, সাতক্ষীরা ও যশোর জেলার বিভিন্ন থানা এলাকার অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে যশোরের মাজেদুল সরদারকে ডুমুরিয়ার সাহস এলাকা থেকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী পাইকগাছা থানার চাঁদখালী এলাকা থেকে মো. রফিকুর ইসলাম শেখকে আটক করা হয়। এরপর জিজ্ঞাসাবাদে উভয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সাতক্ষীরা সদর থানা এলাকা থেকে মো. সাইদুল গাজী, মো. মোসলেম শেখ, মো. আলমগীর মীর ও মো. সিদ্দিক শেখকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে খুলনা নগরের গল্লামারী এলাকা থেকে সাইদুল গাজীর স্ত্রী মরিয়ম বেগমকে আটক করা হয়। তাদের কাছ থেকে স্বর্ণ বিক্রির ২৭ হাজার ৮০০ টাকা, ১টি স্বর্ণের আংটি ও ৫টি বালা (ব্রঞ্জের ওপরে স্বর্ণের প্রলেপ) উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশ সুপার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যাই দেখছি সব নতুন লাগছে, বিসিবি নির্বাচনে ভোট দিয়ে আমিনুল

ধর্মভিত্তিক দলগুলোর ঐক্যকে ষড়যন্ত্র হিসেবে দেখি : নিলোফার মনি

নারী সহকর্মীদের নিয়ে বিস্ফোরক দাবি রুনা খানের

‘উপসর্গ থাকলেও নারীর মৃত্যু অ্যানথ্রাক্সে নয়’

ওমরাহ নিয়ে সুখবর দিল সৌদি আরব

জামায়াত আমিরের সঙ্গে কসোভোর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন

দুর্ঘটনায় মা হারানো শিশুটির কান্না থামাবে কে ‎

দাউদকান্দি উপজেলার সাবেক চেয়ারম্যান সুমন গ্রেপ্তার

বাংলাদেশে যে সরকারই আসুক, তার সঙ্গে কাজ করবে ভারত: বিক্রম মিশ্রি

১০

সৈকতে ভেসে এলো যুবকের অর্ধগলিত মরদেহ

১১

গুলতেকিনের পর এবার হুমায়ূন আহমেদকে নিয়ে শাওনের পোস্ট

১২

বিশ্বকাপ ব্যর্থতায় চাকরি হারালেন ব্রাজিল কোচ

১৩

সন্ধ্যার মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৪

ইসরায়েলের ওপর নতুন ক্ষেপণাস্ত্র হামলা, বাজল সাইরেন

১৫

হাবিবের শতকে সিএপিএলের গ্রুপ ম্যাচে মার্কেন্টাইল ব্যাংকের জয়

১৬

গোপনে সংগঠিত হওয়ার চেষ্টা, যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

১৭

ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে র‍্যাংগস গ্রুপ

১৮

কুষ্টিয়ায় ৬ হত্যা / বিচারপ্রক্রিয়া শুরু হানিফের, গ্রেপ্তারি পরোয়ানা জারি

১৯

শহীদ আবরার ফাহাদ স্মরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

২০
X