খুলনা ব্যুরো
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

খুলনায় সাত ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার

খুলনা জেলার ম্যাপ। ছবি : কালবেলা
খুলনা জেলার ম্যাপ। ছবি : কালবেলা

খুলনায় সাত ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি হওয়া মালামাল উদ্ধার করা হয়। সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। গত শুক্রবার রাতে ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের বরাতিয়া গ্রামে পাশাপাশি দুটি বাড়িতে এ ডাকাতি সংঘটিত হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা ওই ঘটনার সঙ্গে জড়িত বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান। পুলিশের তৎপরতায় দ্রুত সময়ের মধ্যে ডাকাতদের আটক ও ডাকাতি হওয়া মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানান তিনি।

পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান বলেন, ওইদিন আবুল হোসেন সরদার ও মো. সাবাজুল মোল্লার বাড়িতে দেশি অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করা হয়। এ সময় দুই বাড়ির সবাইকে দড়ি দিয়ে হাত ও পা বেঁধে রাখেন ডাকাতরা। সেদিন দুই বাড়ি থেকে সর্বমোট ২৬ হাজার ১০০ টাকা, ৪ ভরি ১০ আনা ওজনের স্বর্ণালংকার ও একটি ভিভো ব্র্যান্ডের মোবাইল ফোন নিয়ে যান ডাকাতরা। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিতভাবে প্রাথমিক তদন্ত শুরু করে। ওই ঘটনায় শনিবার রায়হান সরদার নামের একজন বাদী হয়ে ডুমুরিয়া থানায় মামলা করেন।

তিনি বলেন, মামলার রহস্য উদঘাটন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারের জন্য জেলার চৌকস অফিসার ও ফোর্সের সমন্বয়ে চারটি টিম গঠন করা হয়। সেই চারটি টিম খুলনা, সাতক্ষীরা ও যশোর জেলার বিভিন্ন থানা এলাকার অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে যশোরের মাজেদুল সরদারকে ডুমুরিয়ার সাহস এলাকা থেকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী পাইকগাছা থানার চাঁদখালী এলাকা থেকে মো. রফিকুর ইসলাম শেখকে আটক করা হয়। এরপর জিজ্ঞাসাবাদে উভয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সাতক্ষীরা সদর থানা এলাকা থেকে মো. সাইদুল গাজী, মো. মোসলেম শেখ, মো. আলমগীর মীর ও মো. সিদ্দিক শেখকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে খুলনা নগরের গল্লামারী এলাকা থেকে সাইদুল গাজীর স্ত্রী মরিয়ম বেগমকে আটক করা হয়। তাদের কাছ থেকে স্বর্ণ বিক্রির ২৭ হাজার ৮০০ টাকা, ১টি স্বর্ণের আংটি ও ৫টি বালা (ব্রঞ্জের ওপরে স্বর্ণের প্রলেপ) উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিদের ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশ সুপার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিসিবির নিয়ন্ত্রণ হারানো ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

ইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফর বাতিল

জেলেনস্কির টার্গেট তুরস্ক, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড

শিক্ষকের ওপর হামলা, ক্লাস বর্জন করে বিক্ষোভ

‘আপনাকে গভীরভাবে অনুভব করি প্রতি পদে পদে’

এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে প্রচার, শিক্ষা বোর্ডের বক্তব্য

হাসারাঙ্গাকে ছাড়াই শ্রীলঙ্কা দল ঘোষণা

ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের টাকা নিয়ে উধাও সমাজসেবা কর্মকর্তা

সিলেটে সাদাপাথর লুট / গোয়েন্দা প্রতিবেদনের সঙ্গে স্থানীয় প্রশাসনের দ্বিমত

আমাদের আদর্শগত শত্রু বিজেপি, বললেন থালাপতি বিজয়

১০

৩৮ বছরের শিক্ষকতা শেষে অশ্রুসিক্ত ভালোবাসায় প্রধান শিক্ষককে বিদায়

১১

পাঠ্যবইয়ে শেখ হাসিনার নাম হবে গণহত্যাকারী : আসিফ মাহমুদ

১২

নির্বাচনে বিএনপির বিজয় ঠেকাতে নানা চেষ্টা চলছে : তারেক রহমান

১৩

নারী চ্যাম্পিয়ন্স লিগে পাঁচ বাংলাদেশি ফুটবলার

১৪

অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক

১৫

রিজার্ভ বেড়ে ৩০.৮৫ বিলিয়ন ডলারে

১৬

জাকসু নির্বাচন, ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ নিয়ে আসছে ছাত্রশিবির

১৭

ঢাকঢোল পিটিয়ে বেদখলে থাকা জমি উদ্ধার 

১৮

‘আর একটা পাথর সরানো হলে জীবন ঝালাপালা করে দেব’

১৯

আমাদের দাবি না মানলে নির্বাচন হবে না : জামায়াতের সহকারী সেক্রেটারি

২০
X