সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২০ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ছিনতাইয়ের দায়ে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার

সোনারগাঁ পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুবুর রহমান রবিন (বামে) ও সাধারণ সম্পাদক শাহরিয়ার হাসান খান সাজু (ডানে)। ছবি : কালবেলা
সোনারগাঁ পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুবুর রহমান রবিন (বামে) ও সাধারণ সম্পাদক শাহরিয়ার হাসান খান সাজু (ডানে)। ছবি : কালবেলা

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুবুর রহমান রবিন ও সাধারণ সম্পাদক শাহরিয়ার হাসান খাঁন সাজুকে মোবাইল ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২৪ সেপ্টেম্বর) রাতে সোনারগাঁ পৌর এলাকার রয়্যাল রিসোর্টের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সোমবার দুপুরে গ্রেপ্তারকৃতদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে গত ১৩ সেপ্টেম্বর রাতে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় একটি প্রাইভেটকার থেকে ২৮৩টি মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করা হয়। গতকাল দুপুরে কুমিল্লার কোতয়ালি থানার বাসিন্দা মোবাইল ব্যবসায়ী মো. সুমন মিয়া বাদী হয়ে ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান রবিন ও শাহরিয়ার হাসান খাঁন সাজুসহ ৪ জনকে আসামি করে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত মাহবুবুর রহমান রবিন পৌরসভার খাসনগর দিঘির পাড় গ্রামের মৃত মুজিবুর রহমানের ছেলে ও শাহরিয়ার হাসান খাঁন সাজু গোয়ালদী গ্রামের নাসিরউদ্দিনের ছেলে।

জানা যায়, কুমিল্লার কোতোয়ালি থানার বাসিন্দা মোবাইল ব্যবসায়ী মো. সুমন মিয়া গত ১৩ সেপ্টেম্বর রাতে ২৮৩টি মোবাইল সেট নিয়ে একটি প্রাইভেটকারযোগে ঢাকায় যাচ্ছিলেন। পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকা অতিক্রমকালে আইনশঙ্খলা বাহিনী পরিচয়ে প্রাইভেটকারটি গতিরোধ করা হয়। পরে ওই ব্যবসায়ীকে মারধর করে মোবাইল ফোনগুলো ছিনিয়ে নেওয়া হয়। পরে তাদের পরিচয় জানতে পেরে মোবাইলগুলো ফেরত চাওয়া হয়।

মোবাইল ফোনগুলো ফেরত না দেওয়ায় ১১ দিন অপেক্ষা করে গত রোববার দুপুরে ওই ব্যবসায়ী সোনারগাঁ থানায় রবিন, সাজুসহ ৪ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ওই রাতেই পুলিশ পৌরসভার খাসনগর দিঘির পাড় রয়্যাল রিসোর্টের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পুলিশ ১০ দিনের রিমান্ড চেয়ে সোমবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করে।

নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রাফেল জানান, ২০২১ সালের ৭ জুলাই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে লিখিতভাবে সংগঠনবহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে ছাত্রলীগ থেকে তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হয়। তাহলে তারা কীভাবে ছাত্রলীগে থাকে। এক প্রশ্নের এক জবাবে তিনি আরও বলেন, কেউ যদি সভাপতি-সেক্রেটারি দাবি করে সেটা তাদের ব্যাপার। এর দায় আমরা নেব না।

সোনারগাঁ থানার এসআই পঙ্কজ কান্তি সরকার বলেন, ছিনতাইয়ের অভিযোগে রবিন ও সাজু নামের দুজনকে গ্রেপ্তারের পর তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়। মোবাইল উদ্ধার না হওয়ায় ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা যায়, তাদের বিরুদ্ধে মাদক, ছিনতাই, চাঁদাবাজি, ভূমিদস্যুতা ও হামলা ও ভাঙচুরের অভিযোগে ১৫টি মামলা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ দলের বিষয়ে অধিকতর তদন্ত করছে ইসি

ট্রাম্পের গাজা শান্তি সম্মেলনে ডাকা হয়েছে মোদিকে!

সোনারগাঁওয়ে ওলামা সম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রাম থেকে থাই এয়ারওয়েজের ফ্লাইট চালুর সম্ভাবনা

পে-স্কেল নিয়ে সরকারি কর্মচারীদের যেসব দাবি

চাকসু নির্বাচনের সব প্রস্তুতি শেষ, সর্বাবস্থায় সংরক্ষিত থাকবে সিসিটিভি ফুটেজ

তরুণদের নেতৃত্বে গড়ে উঠবে নতুন দৌলতপুর : শরিফ উদ্দিন জুয়েল

ইউটিউব চ্যানেল দ্রুত জনপ্রিয় করতে মানুন এই ৮ টিপস

ওসমানী উদ্যানে ৪৭ কোটি টাকা ব্যয়ে হবে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’

মসজিদে সিঁড়িতে ঝুলছিল প্রবাসীর লাশ

১০

দুদকের সাবেক কর্মকর্তার বাসায় সেনা অভিযান, শটগান উদ্ধার

১১

ব্র্যাক ইউনিভার্সিটি পরিদর্শন করলেন যুক্তরাজ্যের বাণিজ্য দূত 

১২

‘কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব’ বক্তব্যের ব্যাখ্যা দিলেন সারজিস

১৩

সংঘর্ষে কত সেনা নিহত জানাল পাকিস্তান

১৪

বেপরোয়া গতির বাস-ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ, নিহত ১

১৫

এডিএ অ্যাপে প্রতারণা, নারী গ্রেপ্তার

১৬

জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

১৭

ইলিয়াস কাঞ্চনের আরোগ্য কামনায় শাকিব খানের দোয়া

১৮

হলিউডের জনপ্রিয় গায়িকার সঙ্গে ট্রুডোর অন্তরঙ্গ ছবি ফাঁস

১৯

জবির ছাত্রী হল ও শহীদ সাজিদ ভবনের নামফলক স্থাপন

২০
X