বরিশাল ব্যুরো
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৪৬ এএম
অনলাইন সংস্করণ

বরগুনায় হত্যা মামলায় ১৬ শিশুকে কারাদণ্ড

বরগুনা জেলার ম্যাপ। ছবি : কালবেলা
বরগুনা জেলার ম্যাপ। ছবি : কালবেলা

বরগুনার চাঞ্চল্যকর হৃদয় হত্যা মামলায় রায় ঘোষণা হয়েছে। রায়ে অভিযুক্ত ১৯ কিশোর অপরাধীদের মধ্যে ১২ জনকে ১০ বছর, চারজনকে সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তিনজন শিশুকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বরগুনার শিশু আদালতের বিচারক ও সিনিয়র জেলা জজ মো. মশিউর রহমান খান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় ১৭ জন শিশু আদালতে উপস্থিত ছিল। বাকি দুজন জামিনে থেকে পলাতক রয়েছে। রায় ঘোষণার আগে সকাল ৯টায় ১৬ জন শিশুকে বরগুনা জেলখানার ভেতর (শিশু সেফহোম) থেকে শিশু আদালতে উপস্থিত করে পুলিশ। রায় ঘোষণার সময় পলাতক শিশু নয়ন আদালতে উপস্থিত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনার শিশু আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি মোস্তাফিজুর রহমান।

১০ বছর দণ্ডপ্রাপ্ত শিশুরা হলো- ইউনুছ কাজি (১৬), মো. রানা আকন (১৬), মো. ইমন হাওলাদার ইমন (১৭), জুয়েল কাজী (১৭), নয়ন (১৭), মো. সজিব (পলাতক) (১৩), মো. নাজমুল সিকদার (১৭), রাইয়ান বিন অন্তর (১৬), সিফাত ইসলাম সিফাত (১৭) (পলাতক), মো. মোশারফ (১৫), মো. সাইফুল মৃধা (১৬) ও মো. রাব্বি (১৭)।

সাত বছরের দণ্ডপ্রাপ্ত শিশুরা হলো- মো. সাগর গাজী (১৭), মো. সজিব (১৩), মো. ফাইজুল ইসলাম (১৪) ও মো. সাইদুল (১৬)। দণ্ডপ্রাপ্ত সবাইকে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে আটক রাখার নির্দেশ দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত শিশুদের বাড়ি বরগুনা সদর উপজেলার বিভিন্ন গ্রামে।

এ মামলার চার্জশিটে থাকা শিশু মো. শফিকুল ইসলাম ঘরামী, মো. নাঈম ও মো. রবিউলকে খালাস দিয়েছেন আদালত।

খোঁজ নিয়ে জানা যায়, নিহত সুজন হৃদয়ের মা ফিরোজা বেগম বাদী হয়ে বরগুনা থানায় ২০২০ সালের ২৬ মে রাতে শিশু ও প্রাপ্ত বয়স্কসহ ২০ জনের বিরুদ্ধে বরগুনা থানায় অভিযোগ করেন। হত্যার শিকার সুজন হৃদয় (১৬) বরগুনা সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট থেকে ২০২০ সালে এসএসসি পরীক্ষা দেয়। ২০২০ সালের ২৫ মে বিকেলে তার কিছু বন্ধুসহ বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের গোলবুনিয়া বাজারসংলগ্ন উত্তর পাশে জাফর সিকদারের বাড়ির পূর্বপাশে পায়রা নদীর তীরে চায়না প্রজেক্টের ব্লক ইয়ার্ডে ঘুরতে যায়।

পূর্বশত্রুতার জেরে রফিক কাজীর নির্দেশে হেলাল মৃধার নেতৃত্বে সব আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে লোহার রড, লাঠি ও ইট দিয়ে হৃদয়সহ তার বন্ধুদের পথরোধ করে মারপিট করে। আহত অবস্থায় স্থানীয় লোকজন সুজন হৃদয়কে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে ২৬ মে সকাল ৭টার দিকে হৃদয়কে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ওই দিন সকাল সাড়ে ১০টায় সে মারা যায়। এ ঘটনায় ২৬ মে রাতে সুজন হৃদয়ের মা বরগুনা থানায় মামলা করেন।

পরে বরগুনা থানার পরিদর্শক শরজিৎ কুমার ঘোষ মামলাটির তদন্ত করে ১৬ জন শিশুর বিরুদ্ধে ২০২০ সালের ১৬ নভেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বাদী নারাজি দিলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুব আলম তিনজনকে অন্তর্ভুক্ত করেন। শিশু আদালতে দুজন ম্যাজিস্ট্রেটসহ ১৮ জন সাক্ষ্য দেয়। অপরদিকে একই তারিখে ৯ জন প্রাপ্ত বয়স্ক আসামিদের বিরুদ্ধে ওই একই তদন্ত কর্মকর্তা অভিযোগপত্র দাখিল করেন। প্রাপ্তবয়স্ক আসামিদের জেলা ও দায়রা আদালতে বিচার শুরু হয়নি।

এ রায়ে বিশেষ পিপি সন্তোষ প্রকাশ করে বলেন, একটি যুগান্তকারী রায় হয়েছে। রায়ে রাষ্ট্র এবং বাদী সন্তুষ্ট।

তিনি বলেন, আমি আশা করি প্রাপ্তবয়স্ক আসামিদেরও শাস্তি হবে।

বাদী ফিরোজা বেগম রায়ে সন্তোষ প্রকাশ করে বিচারককে ধন্যবাদ জানিয়ে বলেন, আমার জীবনের নিরাপত্তা নেই। তিনি বলেন, প্রাপ্তবয়স্ক আসামিরা আমাকে মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে। এমনকি মামলা তুলে না নিলে আমার ছেলের মতো আমাকেও হত্যা করবে বলেও হুমকি প্রদান করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে হারের পর সুয়ারেজের বিতর্কিত কাণ্ড!

হাত-পায়ের ৫ লক্ষণে বুঝে নিন লিভারে সমস্যা ভুগছেন কি না

হাসি, বিনা মূল্যের থেরাপি : তিশা

হল ছাড়ছেন বাকৃবির শিক্ষার্থীরা, আন্দোলনের ঘোষণা একাংশের

ভিসা নিয়ে ঢাকার মার্কিন দূতাবাসের কঠোর বার্তা

গোলের বদলে ডিম! পাখির কারণে মাঠছাড়া ফুটবলাররা

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি, নিহত বেড়ে ২৫০

নিজেদের অজান্তেই গাজায় বড় সফলতা পেল ইসরায়েল

সিইসির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক দুপুরে

ইন্দোনেশিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর মারমুখী অবস্থান, আন্দোলনে নতুন মোড়

১০

প্রিন্স মামুনের সেলুন কেনা নিয়ে মুখ খুললেন অপু বিশ্বাস

১১

দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস 

১২

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১৩

আফগানিস্তানে কেন বারবার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানছে

১৪

সাদাপাথরে যে সৌন্দর্য ফিরবে না আর

১৫

আগস্টের ৩০ দিনে রেমিট্যান্স আসেনি ৯ ব্যাংকে

১৬

বায়ুদূষণের তালিকায় শীর্ষ পাঁচে ঢাকা

১৭

মাথায় টাক পড়ছে? ৫ অসুখের লক্ষণ হতে পারে চুল পড়া

১৮

৪৭তম ট্রফি জেতা হলো না মেসির, ফাইনালে মায়ামির লজ্জার হার

১৯

১৩০ বছরের ‘জিয়া বাড়ি’ আজও অবহেলিত

২০
X