পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি ইউরেনিয়ামের প্রথম চালান বঙ্গবন্ধু সেতু পার হয়ে সিরাজগঞ্জ অতিক্রম করেছে।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধু সেতু পার হয় ইউরেনিয়ামবাহী গাড়িবহর।
পাঁচলিয়া এলাকায় গাড়িবহরটি ৪০ মিনিট বিরতি দেওয়ার পর আবারও ঈশ্বরদী রূপপুরের উদ্দেশে রওনা হয়। সেনাবাহিনীর তত্ত্বাবধানে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে গাড়িবহরটি পার হয়। এ সময় মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত ছিল।
সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. আরিফুর রহমান মন্ডল জানান, দুপুর পৌঁনে ১২টার দিকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ইউরেনিয়ামবাহী গাড়িবহর সিরাজগঞ্জ অতিক্রম করে। এ সময় মহাসড়কে পুলিশি নিরাপত্তা রাখা হয়।
উল্লেখ্য, বিদ্যুৎ উৎপাদনে মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি ইউরেনিয়ামের প্রথম চালান সড়কপথে নেওয়া হচ্ছে। নিরাপত্তার জন্য ঢাকা-পাবনা মহাসড়কে যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। যানজট নিয়ন্ত্রণ ও নিরাপত্তার স্বার্থে ঢাকা-পাবনা লেনে যানচলাচল সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে রাশিয়া থেকে ঢাকায় শাহজালাল বিমানবন্দরে আসে ইউরেনিয়ামের প্রথম চালান। শুক্রবার রূপপুরে পৌঁছানোর পর ৫ অক্টোবর আনুষ্ঠানিকভাবে এই ইউরেনিয়াম হস্তান্তর করবেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশনের মহাপরিচালক রোসাটম আলেক্সি লিখাচেভ।
মন্তব্য করুন