নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার ধোপাগাতী গ্রামে অবস্থিত বধ্যভূমিতে শ্রদ্ধা জানিয়েছে আমরা একাত্তর নেত্রকোনা জেলা শাখা।
শনিবার (৩০ সেপ্টেম্বর) এই সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। ‘আমরা একাত্তর’ সংগঠনটি দীর্ঘদিন ধরে একাত্তরে বাংলাদেশের মানুষের ওপর পাকিস্তানিদের নির্মম হত্যাযজ্ঞকে 'জেনোসাইড' হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে কাজ করে যাচ্ছে।
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কেন্দুয়া-সাজিউড়া সড়কের ধোপাগাতি গ্রামে অবস্থিত ধোপাগাতি বধ্যভূমি। ১৯৭১ সালের ৩১ আগস্ট রাজকার-আলবদর বাহিনীর সহায়তায় পাকিস্তানি হানাদার বাহিনী এক বধ্যভূমিতে একসঙ্গে ৫ জনকে গুলি করে। তবে ভাগ্যক্রমে একজন বেঁচে যান। এ ঘটনায় শহীদ ৪ জন হচ্ছেন সতীষ ঘোষ, ডা. খগেন্দ্র চন্দ্র, ধনেশ চন্দ্র ও যতীন্দ্র চন্দ্র। যিনি বেঁচে আছেন তার নাম হরিপদ সরকার।
শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা ব্রজগোপাল সরকার এবং সগঠনের সদস্য মো. ইছহাক ও নীলম বিশ্বাস রাতুল। আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মুখলেসুর রহমান, বীর মুক্তিযোদ্ধা নূরুল হক ভূঁইয়া এবং বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান।
এসময় কেন্দুয়া এলাকার বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে ওই হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শিদের জবানিতে সেই সময়কার নির্মম কাহিনী তুলে ধরা হয়। পরিশেষে ‘আমরা একাত্তর’ কেন্দুয়া উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
মন্তব্য করুন