রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে ধরা পড়ছে বেশির ভাগ ছোট ইলিশ মাছ। জেলেরা মাছের ডালিতে করে ইলিশগুলো বাজারে নিয়ে আসছেন।
সোমবার (২ অক্টোবর) সরেজমিনে দৌলতদিয়ার মাছ বাজারে গিয়ে দেখা যায়, বরিশালসহ দৌলতদিয়ার পদ্মার ইলিশে সয়লাব বাজার। সেখানে মাছের ক্রেতাদের রয়েছে উপচে পড়া ভিড়।
দৌলতদিয়া বাজারের আড়তদাররা জানান, এখন পদ্মা নদীতে ছোট বড় প্রচুর পরিমাণ ইলিশ মাছ থাকার কথা থাকলেও জেলেরা সেই পরিমাণ ইলিশ মাছ পাননি। যে মাছগুলো তারা পেয়ে থাকেন তার বেশির ভাগই ছোট।
জেলেরা জানায়, পদ্মার নদীর বড় ইলিশ মাছের পরিমাণ অনেকটাই কমে গেছে। গত বছর সেপ্টেম্বর ও অক্টোবর মাসে বড় সাইজের ইলিশ পাওয়া গেলেও এ বছর নদীতে বেশিরভাগ ছোট ইলিশের দেখা মিলছে।
দৌলতদিয়া মাছবাজারে মাছ কিনতে আসা ক্রেতারা বলেন, ঢাকা যাওয়ার পথে দৌলতদিয়া মাছবাজারে মাছ দেখতে আসেন তারা। সেখানে বরিশালসহ কিছু পদ্মা নদীর ছোট ইলিশ। তাই মাছ কিনে ঢাকায় যাচ্ছেন তারা।
এ বিষয়ে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, ভোরে দৌলতদিয়া মাছ বাজারে বরিশালসহ দৌলতদিয়ার পদ্মার নদীর কিছু ছোট ইলিশ পাওয়া যায়। বরিশালের বড় সাইজের ইলিশ কেজিপ্রতি এখানে ১ হাজার ৮০০ টাকা, ৫০০ গ্রাম ওজনের একটা ইলিশ মাছ ৮০০ টাকা ও ৪টি ছোট সাইজের ১ কেজি ওজনের ইলিশ মাছ ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।
মন্তব্য করুন