বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩, ০৩:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

তিন মাসের আহ্বায়ক কমিটিতে বকশীগঞ্জ যুবলীগের ৭ বছর পার!

বাংলাদেশ আওয়ামী যুবলীগের লোগো। গ্রাফিক্স : কালবেলা
বাংলাদেশ আওয়ামী যুবলীগের লোগো। গ্রাফিক্স : কালবেলা

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা যুবলীগের সম্মেলন হয়নি দীর্ঘ ৭ বছরেও। তিন মাসের আহ্বায়ক কমিটিতেই ৭ বছর পার হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় স্থবির হয়ে পড়েছে দলীয় কার্যক্রম। ২০১৬ সালে ২১ সদস্য বিশিষ্ট উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করতে বলা হলেও সম্মেলন হয়নি ৭ বছরেও। এতে পদপ্রত্যাশী ও তৃণমূল নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে চরম হতাশা ও চাপা ক্ষোভ।

জানা যায়, ২০১৬ সালে নেপালচন্দ্র সাহাকে আহ্বায়ক ও আবদুল আলিম তারাসহ ৫ জনকে যুগ্ম আহ্বায়ক করে ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি দেয় কেন্দ্রীয় যুবলীগ। ৩ মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়। কিন্তু নানা কারণে প্রথম থেকেই ঝিমিয়ে পড়ে কমিটির কার্যক্রম। ফলে দীর্ঘ ৭ বছরেও সম্মেলন করা হয়নি। দীর্ঘদিনেও পূর্ণাঙ্গ কমিটি না দেওয়ায় এটি এখন নামসর্বস্ব কমিটিতে পরিণত হয়েছে। অপরদিকে উপজেলা বিভিন্ন ইউনিয়ন কমিটি করতে গিয়ে নানা বিতর্কে জড়ান কমিটির আহ্বায়ক নেপাল চন্দ্র সাহা। যদিও এসব অভিযোগ বরাবরই অস্বীকার করেন তিনি। একপর্যায়ে ধীরে ধীরে রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পড়েন এই নেতা। নেপালচন্দ্র সাহা এলাকায় নেই দীর্ঘদিন ধরে। বর্তমানে রাজনীতিতে একেবারে নিষ্ক্রিয় তিনি। যুগ্ম আহ্বায়ক আবদুল আলিম তারা সড়ক দুর্ঘটনায় মারা গেছেন গত এক বছর আগে এবং আরেক যুগ্ম আহ্বায়ক আলাল উদ্দিন থাকেন দেশের বাইরে। এ কারণে স্থবির হয়ে পড়েছে বকশীগঞ্জ উপজেলা যুবলীগের কর্মকাণ্ড। সৃষ্টি হচ্ছে না নতুন নেতৃত্বও।

২০২২ সালে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি গঠনের পর নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেন যুবলীগ নেতাকর্মীরা। গুঞ্জন শুরু হয়েছিল দ্রুত সময়ের মধ্যে সম্মেলনের মাধ্যমে যুবলীগের কমিটি হতে যাচ্ছে। প্রচার প্রচারণায় সরব হয়ে উঠেছিল পদপ্রত্যাশী নেতাকর্মীরা। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী আলোচনায় আসেন। সভাপতি পদে মেয়র নজরুল ইসলাম সওদাগর, অ্যাডভোকেট ইসমাইল হোসেন সিরাজী, প্রকৌশলী সফিকুল ইসলাম বিদ্যুৎ, ফরহাদ হোসেন পলাশ, সাজ্জাদ ইকবাল সেলিমসহ বেশ কয়েকজন প্রচারণা চালান। সাধারণ সম্পাদক পদেও একাধিক প্রার্থী মাঠে সরব হয়ে ওঠেন। কিন্তু সেই আলোচনাও এখন আর নেই। ফলে চরম হতাশায় ভুগছেন যুবলীগের পদপ্রত্যাশী নেতাকর্মীরা।

যুবলীগের পদপ্রত্যাশী নেতাদের ভাষ্য, দীর্ঘদিনেও সম্মেলন না হওয়া এবং পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় অনেক ত্যাগী নেতাকর্মীই হতাশ। সামনে জাতীয় নির্বাচন। নির্বাচনের আগে যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা জরুরি। এতে করে নেতাকর্মীরা উৎসাহ উদ্দীপনা নিয়ে দলের প্রার্থীর পক্ষে মাঠে কাজ করতে পারবে। তারা মনে করেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারা দেশে নাশকতা করবে বিএনপি-জামায়াত জোট। রাজপথে আন্দোলন ও নাশকতা রোধে সংগঠন শক্তিশালী করা ছাড়া কোনো বিকল্প নেই।

এ বিষয়ে সাবেক ছাত্রলীগ নেতা সাইদুর ইসলাম বলেন, দীর্ঘদিন ধরেই এলাকায় নেই যুবলীগের আহ্বায়ক। যুগ্ম আহ্বায়ক মারা গেছেন এবং আরেকজন বিদেশে থাকেন। কমিটির কার্যক্রম নেই বললেই চলে। ছাত্রলীগ করেছি, এখন স্বপ্ন দেখি যুবলীগ করার। কিন্তু দীর্ঘদিনেও নতুন কমিটি না হওয়ায় আমার মতো অনেকেই হতাশাগ্রস্ত। দ্রুত কমিটি গঠনের দাবি জানান তিনি।

বকশীগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সরকারি কে ইউ কলেজের সাবেক জিএস অ্যাডভোকেট ইসমাইল হোসেন সিরাজী বলেন, সারা দেশে আওয়ামী লীগের পরেই যুবলীগের শক্ত অবস্থান। কিন্তু পরিতাপের বিষয় বকশীগঞ্জে দীর্ঘ ৭ বছরেও যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি হয়নি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ত্যাগীদের মূল্যায়ন ও মাদকমুক্ত পরিচ্ছন্ন কমিটি গঠনের তাগিদ দেন তিনি।

এ ব্যাপারে জানতে উপজেলা যুবলীগের আহ্বায়ক নেপাল চন্দ্র সাহা এলাকার বাইরে থাকায় তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। ফোনটি বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব যায়নি।

এ ব্যাপারে জানতে চাইলে বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মোশারফ হোসেন মিরাজ জানান, যুবলীগের কমিটির বিষয়ে উপজেলা আওয়ামী লীগ অবগত আছে। যুবলীগকে ঢেলে সাজাতে ইতোমধ্যে জেলা যুবলীগের সঙ্গে কথা হয়েছে। আবুল কালাম আজাদ এমপির নির্দেশে ক্লিন ইমেজের অধিকারী ও দুঃসময়ে মাঠে থাকা ত্যাগী নেতাকর্মীদের দিয়েই যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু বলেন, বকশীগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক অবস্থা খুবই দুর্বল। কারণ আহ্বায়ক অনিয়মিত, যুগ্ম আহ্বায়ক একজন মারা গেছেন, আরেকজন থাকেন দেশের বাইরে। এতে স্থবির হয়ে পড়েছে দলীয় কার্যক্রম। উপজেলা যুবলীগের সার্বিক বিষয়ে চিঠি দিয়ে কেন্দ্রীয় যুবলীগকে অবহিত করেছি। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে উপজেলা কমিটি গঠনের বিষয়ে পরবর্তী করণীয় ঠিক করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মঙ্গলবার কখন দেশে পৌঁছাবেন খালেদা জিয়া

এসিল্যান্ড না থাকায় ভোগান্তিতে লক্ষাধিক মানুষ

প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ভেষজ শাক কাঁটানটে

‘প্যালেস্টাইন-২’ দিয়েই ইসরায়েলে হামলা চালাল ইয়েমেন

দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস 

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ বিকেলে

মানুষের অধিকার ফিরিয়ে দিন : বাবুল

পরমাণু আলোচনা নিয়ে খামেনির উপদেষ্টার কড়া বার্তা

গাজায় ক্ষুধায় কাঁদছে মানুষ, মৃত্যু ৫৭

০৪ মে : টিভিতে আজকের খেলা

১০

০৪ মে : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

দক্ষিণ লেবাননে একাধিক ইসরায়েলি ড্রোন হামলা

১২

বখাটেদের ভয়ে দুই ছাত্রীর মাদ্রাসায় যাওয়া বন্ধ

১৩

পঞ্চগড়ে মাদকসহ মা-ছেলে গ্রেপ্তার

১৪

ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ

১৫

০৪ মে : আজকের নামাজের সময়সূচি

১৬

পেকুয়ায় ধারের টাকা ফেরত চাওয়ায় ছুরিকাঘাতে কিশোর নিহত

১৭

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা বহিষ্কার

১৮

রাজনৈতিক তৎপরতা ছাড়া শ্রমিকের ভাগ্যোন্নয়ন সম্ভব নয় : ফজলুল হক

১৯

জনগণের ম্যান্ডেট ছাড়া রাখাইনে করিডোর নয়: বিএসপি

২০
X