নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের লক্ষ্মীনগর গ্রামে বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুল কাশেম মাস্টার নিজ বাড়িতে মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (৪ অক্টোবর) সকাল ৯টায় ৭৭ বছর বয়সে মারা যান তিনি। তার পিতার নাম আব্দুল গফুর।
বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুল কাশেম মাস্টার ব্যক্তিগত জীবনে স্থানীয় বাশাটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তিনি চার ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের প্রথম জানাজা ওনার নিজ বাড়ি কেন্দুয়া উপজেলার লক্ষ্মীনগর গ্রামে বুধবার বিকেল ৫টায় গার্ড অব অনার ও রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিব হোসেন, সহকারী পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ ফারাবী, থানার ওসি মোহাম্মদ এনামুল হক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, থানার পুলিশ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বীর মুক্তিযোদ্ধা ও এলাকার সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
রণাঙ্গনের এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাস্টারের মৃত্যুতে কেন্দুয়া আটপাড়ার সংসদ সদস্য অসীম কুমার উকিল ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
মন্তব্য করুন