গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানার সার্ডি এলাকায় এক চালককে ছুরিকাঘাতে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৫ অক্টোবর) ভোর রাত আনুমানিক ৫টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
বাসন থানার ওসি আবু সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত অটোরিকশাচালক নুর ইসলাম (৪৫) সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাকারকান্দা গ্রামের সুরুজ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নূর ইসলাম গাজীপুরের চান্দনা বউবাজার এলাকায় স্ত্রী-সন্তান নিয়ে ভাড়া বাড়িতে থেকে অটোরিকশা চালাতেন। অতিরিক্ত আয় করতে গতকাল রাত ১টার দিকে নিজ বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন তিনি। রাত ১ থেকে ভোর ৫টার মধ্যে যে কোনো সময়ে দুর্বৃত্তরা তাকে তার বুকে ও কানের কাছে ছুরিকাঘাত করে হত্যা করে অটোরিকশাটি লুট করে পালিয়ে যায়। বৃহস্পতিবার ভোরে স্থানীয়রা গাজীপুরের সার্ডিরোড এলাকায় রাস্তার পাশে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
বাসন থানার ওসি আবু সিদ্দিক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা আটোরিকশা ছিনিয়ে নিতেই চালক নূর ইসলামকে হত্যা করে থাকতে পারে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন