শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে দুইটি দোকান পুড়ে গেছে। এ সময় আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীদের ওপর হামলা করেছে উত্তেজিত জনতা।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় বাজারের একটি ফ্রিজ মেরামতের দোকানের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বাগচি বাজারে রনি দেবনাথের স্টেশনারি ও সোলায়মান হোসেনের ফ্রিজ মেরামতের দোকান রয়েছে। হঠাৎ করেই আগুন ওই দুইটি দোকানে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত সময়ের মধ্যে এসে পৌঁছালেও বিক্ষুব্ধ জনতা তাদের ওপর হামলা করে। হামলায় ফায়ার সার্ভিসের এক কর্মী আহত হয়েছে। জিসান ও মহিন নামে দুজনকে আটক করেছে পুলিশ।
ফায়ার সার্ভিসের টিম লিডার আব্দুল হাকিম কালবেলাকে বলেন, খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। পৌঁছানোর ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে। জনতার হামলায় ড্রাইভার আবু মুসা শিকদার আহত হয়েছেন। কী কারণে তারা হামলা করল আমরা জানি না। আমরা এ নগ্ন হামলার তিব্র নিন্দা জানাচ্ছি ও তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি করছি।
স্থানীয় দোকান মালিক শুভ দাস বলেন, আগুন লাগার সঙ্গে সঙ্গে আমরা ফায়ার ফায়ার সার্ভিসে খবর দিলে তারা অতি অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করেন। তবে কিছু অতি উৎসাহিত লোক দাবি করে যে, ফায়ার সার্ভিসের গাফিলতির কারণে দোকানটি পুড়ে ছাই হয়ে যায়। তাই তারা হৈচৈ করে ফায়ার সার্ভিসের একজন কর্মীর ওপর হামলা করে।
পালং মডেল থানার ওসি মেজবাহ উদ্দিন আহমেদ কালবেলাকে বলেন, ফায়ার সার্ভিসের কর্মীদের ওপর হামলার ঘটনায় শোনার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে আসি। এখন পর্যন্ত দুজনকে আটক করা হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করে আটক করার চেষ্টা চলছে। আটককৃত দুজনের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্তব্য করুন