চুয়াডাঙ্গার জীবননগরে কুমোরগাড়ীর জোলে মাছ ধরতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না ওয়াসের আলী নামের এক বৃদ্বার। বৃহস্পতিবার (৫অক্টোবর) সন্ধ্যায় মনোহরপুর গ্রামের কুমোরগাড়ী জোলের পানিতে তার মরদেহ পাওয়া যায়। নিহত ওয়াসের আলী একই গ্রামের মাঝের পাড়া মৃত রজব আলীর ছেলে।
জীবননগর থানার ওসি এস এম জাবীদ হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, ওয়াসের আলী (৬০) গতকাল বিকেলে মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে ঘুনি নিয়ে বের হয়। সন্ধ্যা পার হয়ে গেলেও বাড়িতে না আসায় ওয়াসেরের স্ত্রী তাকে খোঁজাখুজি করেন। প্রথম অবস্থায় চারদিকে খোঁজাখুজি করে তাকে পাওয়া যায়নি। পরে কুমোরগাড়ীর জোল নামক স্থানে ওয়াসের আলীর মরদেহ পানিতে ভাসতে দেখে স্থানীয়রা। পরে নিহতের পরিবারের সদস্যদের খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
নিহতের স্বজনদের দাবী, ওয়াসের আলী দীর্ঘদিন থেকেই মৃগী রোগে আক্রান্ত এবং সে প্রায় সময় ওই রোগ দেখা দিত।
জীবননগর থানার ওসি এস এম জাবীদ হাসান জানান, নিহত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ মৃর্গী রোগে আক্রান্ত ছিল। ধারনা করা হচ্ছে, এ রোগের কারণে তার মৃত্যু হতে পারে। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।
মন্তব্য করুন