যশোরের অভয়নগরে বিএনপি-জামায়াত সমর্থিত ২১ জনের নামে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেছে অভয়নগর থানা পুলিশ। এ মামলায় ৭ জনকে আটক করে জেলহাজতে পাঠিয়েছে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) অভয়নগর থানার এসআই মেহেদী হাসান বাদী হয়ে মামলা করেন।
আটককৃত আসামিরা হলো আবদুল করিম (৫০), আবদুল মান্নান (৬৫), ইমরান হোসেন (২৩), কায়কোবাদ সরদার (৪৮), রুবেল শেখ (২৫), হায়দার আলী (৬৮) ও আবদুর রাজ্জাক শেখ (৫৯)।
এজাহারসূত্রে জানা যায়, উপজেলার যশোর-খুলনা মহাসড়কের ভৈরব ব্রিজসংলগ্ন তিন রাস্তার মোড়ে জামায়াত-বিএনপি সমর্থিত উচ্ছৃঙ্খল নেতাকর্মী ও দুষ্কৃতকারীরা সমবেত হয়ে বিস্ফোরণ ঘটিয়ে যানবাহন ও রেল চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার অপরাধে বিএনপি-জামায়াত সমর্থিত ২১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়।
মন্তব্য করুন