কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মো. দেলোয়ার হোসেন ভূঁইয়া বাবুল (৫২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (৬ অক্টোবর) শুক্রবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডলি রিসোর্টস এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গেছে, মো. দেলোয়ার উপজেলার বাতিসা ইউনিয়নের বসন্তপুর দক্ষিণ পাড়ার মৃত আবদুল লতিফের ছেলে।
স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো চৌদ্দগ্রাম বাজার থেকে দোকান বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন দেলোয়ার হোসেন ভূঁইয়া বাবুল। পথিমধ্যে চট্টগ্রামমুখী লেনে চন্ডিপুর এলাকায় বিকল হওয়া একটি কাভার্ডভ্যান ফেনীর উদ্দেশে টেনে নিয়ে যাচ্ছিল অপর আরেকটি কাভার্ডভ্যান। হঠাৎ রশি ছিঁড়ে বিকল হওয়া কাভার্ডভ্যানটি দাঁড়িয়ে গেলে পেছনে থাকা মোটরসাইকেলটি এসে কাভার্ডভ্যানে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেলচালক বাবুল গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
এ বিষয়ে মিয়াবাজার হাইওয়ে থানার ওসি এস এম লোকমান হোসাইন বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানচালক ও হেলপার পালিয়ে গেছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলসহ কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
মন্তব্য করুন