তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সমাজে সমালোচনা করা লোকের অভাব নাই, কিন্তু কাজ করা লোকের অভাব। কঠিন কাজ নিজের আত্মসমালোচনা করা। শরীরে ক্ষত হলে আমরা মলম লাগাই আর অনেকে আছে ক্ষতে লবণ লাগায়। সমাজে এমন লোক থাকবেই। আপনারা বিবেক দিয়ে বিচার করবেন। ১৫ বছরে আমি যদি উন্নয়ন করি তার বিচারের ভার আপনাদের ওপর।
শনিবার (৭ অক্টোবর) বেলা ১১টার দিকে লালোর ইউনিয়নের পরানপুরে ৭৩ লাখ টাকা ব্যয়ে পৌনে দুই কিলোমিটার রাস্তার কাজের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, বিগত ১৫ বছরে সিংড়াকে আমূল পরিবর্তন করেছি। সিংড়া উপজেলায় ২ হাজার ৪০০ পরিবারকে সরকারি বিনামূল্যে পাকা ঘর করে দিয়েছি, যা মানুষ কখনো ভাবেনি। শতভাগ ভাতা দেওয়ার জন্য সরকার সচেষ্ট। অনলাইনে মানুষ আবেদন করে ভাতা পাচ্ছে। অথচ বিগত দিনে ভাতার জন্য দ্বারে দ্বারে ঘুরতে হয়েছে।
তিনি আরও বলেন, সরকার প্রতিটি গ্রামে বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, সড়ক, ইন্টারনেট ব্যবস্থা করে দিয়েছে। যা অকল্পনীয় ছিল। গ্রামের মানুষ এখন শহরের সুযোগ পাচ্ছে। শহরে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করতে পারছে। প্রাকৃতিক দুর্যোগে আওয়ামী লীগ মানুষের পাশে দাঁড়িয়েছে। বিগত টর্নেডোর সময় লালোর, শেরকোলের হাজারও পরিবার নিঃস্ব হয়ে পড়েছিল, তাদের পাশে আমরা দাঁড়িয়েছি। জননেত্রী শেখ হাসিনা সরকার সর্বাত্মক সহযোগিতা করেছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, সাধারণ সম্পাদক ভারপ্রাপ্ত লুৎফুল হাবিব রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি, সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, লালোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক শুভ, লালোর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক রুবেল হোসেন প্রমুখ।
মন্তব্য করুন