চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ০৭:২৩ পিএম
অনলাইন সংস্করণ

দুর্গাপূজায় হামলার কোনো আশঙ্কা নেই : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়। ছবি : কালবেলা
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়। ছবি : কালবেলা

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায় বলেছেন, দুর্গাপূজায় হামলার কোনো আশঙ্কা নেই। আমরা সব সময় ভালোর প্রত্যাশা করি। সেই সঙ্গে খারাপের জন্য প্রস্তুতি থাকি। যে কোনো ধরনের খারাপ পরিস্থিতি সৃষ্টি হলে তা কীভাবে মোকাবিলা করতে হবে তার প্রস্তুতি আমাদের রয়েছে।

রোববার (৮ অক্টোবর) চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইনের মাল্টিপারপাস ড্রিল শেডে পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে নিরাপত্তা সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন তিনি।

পুলিশ কমিশনার বলেন, ‘আমাদের একটি কুইক রেসপেন্স টিম সব সময় প্রস্তত থাকে। আমাদের সোয়াট ও বোম্ব ডিসপোজাল টিমও প্রস্তুত থাকবে। দেড় হাজার পুলিশ মোতায়েন থাকবে। চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে দুর্গাপূজা উপলক্ষে।’

এর আগে দামপাড়া পুলিশ লাইনে মাল্টিপারপাস ড্রিল শেডে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, পূজা মণ্ডপের ধরন অনুযায়ী প্রতি বছরের ন্যায় এবারও চট্টগ্রাম মহানগরীতে প্রতিটি মণ্ডপে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে। এ ছাড়া র‌্যাব সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্ব পালন করবে। অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ও প্রতিমা বিসর্জনের সময় ফায়ার ব্রিগেডের বিশেষ টিম সার্বক্ষণিক দায়িত্বে নিয়োজিত থাকবে।

সভায় সিএমপির পক্ষ থেকে পূজা উদযাপন কমিটির নেতাদের প্রতি প্রতিটি পূজামণ্ডপকেন্দ্রিক স্বেচ্ছাসেবক টিম গঠন ও টিমের সদস্যদের সার্বক্ষণিক পালাক্রমে নিরাপত্তা ডিউটিতে মোতায়েন এবং তাদের পরিচিতির জন্য নির্ধারিত আইডি কার্ড পরিধানের জন্য অনুরোধ জানানো হয়।

এ ছাড়া পূজামণ্ডপে দর্শণার্থী প্রবেশের সুবিধার্থে মহিলা ও পুরুষদের জন্য আলাদা প্রবেশ ও বহির্গমন পথের ব্যবস্থাকরণের সিদ্ধান্ত গৃহীত হয়। নিরাপত্তার স্বার্থে বড় পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন, মেটাল ডিটেক্টর, ফায়ার এক্সটিংগুইশার ও জেনারেটরের ব্যবস্থা রাখার জন্য নেতাদের প্রতি অনুরোধ জানান সিএমপি কমিশনার।

সিএমপি কমিশনার আরও বলেন, ‘শারদীয় দুর্গাপূজা উদযাপনকালীন সময়ে সমগ্র মহানগরীতে মণ্ডপ কেন্দ্রীক মাদক, ছিনতাই এবং ইভটিজিং প্রতিরোধে পুলিশের অভিযান কার্যক্রম জোরদার, টহল বৃদ্ধি, সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি এবং ঊর্ধ্বতন অফিসার কর্তৃক নিয়মিতভাবে প্রতিটি পূজা মণ্ডপ পরিদর্শনের মাধ্যমে নিরাপত্তা প্রদানে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সভায় আরও উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আবদুল মান্নান মিয়াসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জঙ্গল সলিমপুরের ঘটনায় কালা বাচ্চু গ্রেপ্তার

এমন কাজ করিনি যে সেফ এক্সিট নিতে হবে : প্রেস সচিব

কেন্দ্র দখলের চিন্তা করলে মা-বাবার দোয়া নিয়ে বের হইয়েন : হাসনাত

সীমান্ত থেকে ভারতীয় অস্ত্র ও গুলি উদ্ধার

সন্ত্রাসী-চাঁদাবাজি চলবে না : ব্যারিস্টার খোকন

জবি সাংবাদিকতা বিভাগের সরস্বতী পূজার ব্যতিক্রমী থিম

গাজীপুরের সেই ঘটনায় গ্রেপ্তার ৫

আইসিজেতে রোহিঙ্গাদের ‌‘বাঙালি’ দাবি মিয়ানমারের, প্রত্যাখ্যান বাংলাদেশের

মাছের ঘের থেকে বস্তাভর্তি ফেনসিডিল উদ্ধার

টিকটক করতে বাধা দেওয়ায় গৃহবধূর কাণ্ড

১০

জামায়াত প্রার্থীকে শোকজ

১১

‘জীবনের দ্বিতীয় অধ্যায় চলছে, মৃত্যুকে ভয় করি না’

১২

আন্দোলনে শহীদ জাকিরের মেয়ের বিয়েতে তারেক রহমানের উপহার

১৩

ফ্যামিলি ও কৃষক কার্ড নিয়ে কবীর ভূঁইয়ার গণসংযোগ

১৪

ঢাকা কলেজে উত্তেজনা

১৫

প্রস্রাবের কথা বলে পুলিশকে ফাঁকি দিয়ে পালালেন আসামি

১৬

জনগণের দোয়া ও সমর্থন চাইলেন রবিউল

১৭

ব্র্যাক ইপিএল কর্পোরেট ক্রিকেটে সেনাবাহিনী ও ঢাকা ব্যাংকের জয়

১৮

আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ

১৯

‘বিশ্ব প্রস্থোডন্টিস্ট দিবস’ উদযাপিত / মুখ ও দাঁতের মানসম্মত চিকিৎসার ওপর গুরুত্বারোপ

২০
X