চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩, ০৭:২৩ পিএম
অনলাইন সংস্করণ

দুর্গাপূজায় হামলার কোনো আশঙ্কা নেই : সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়। ছবি : কালবেলা
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়। ছবি : কালবেলা

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায় বলেছেন, দুর্গাপূজায় হামলার কোনো আশঙ্কা নেই। আমরা সব সময় ভালোর প্রত্যাশা করি। সেই সঙ্গে খারাপের জন্য প্রস্তুতি থাকি। যে কোনো ধরনের খারাপ পরিস্থিতি সৃষ্টি হলে তা কীভাবে মোকাবিলা করতে হবে তার প্রস্তুতি আমাদের রয়েছে।

রোববার (৮ অক্টোবর) চট্টগ্রাম নগরীর দামপাড়া পুলিশ লাইনের মাল্টিপারপাস ড্রিল শেডে পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে নিরাপত্তা সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন তিনি।

পুলিশ কমিশনার বলেন, ‘আমাদের একটি কুইক রেসপেন্স টিম সব সময় প্রস্তত থাকে। আমাদের সোয়াট ও বোম্ব ডিসপোজাল টিমও প্রস্তুত থাকবে। দেড় হাজার পুলিশ মোতায়েন থাকবে। চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে দুর্গাপূজা উপলক্ষে।’

এর আগে দামপাড়া পুলিশ লাইনে মাল্টিপারপাস ড্রিল শেডে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, পূজা মণ্ডপের ধরন অনুযায়ী প্রতি বছরের ন্যায় এবারও চট্টগ্রাম মহানগরীতে প্রতিটি মণ্ডপে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করবে। এ ছাড়া র‌্যাব সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্ব পালন করবে। অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ও প্রতিমা বিসর্জনের সময় ফায়ার ব্রিগেডের বিশেষ টিম সার্বক্ষণিক দায়িত্বে নিয়োজিত থাকবে।

সভায় সিএমপির পক্ষ থেকে পূজা উদযাপন কমিটির নেতাদের প্রতি প্রতিটি পূজামণ্ডপকেন্দ্রিক স্বেচ্ছাসেবক টিম গঠন ও টিমের সদস্যদের সার্বক্ষণিক পালাক্রমে নিরাপত্তা ডিউটিতে মোতায়েন এবং তাদের পরিচিতির জন্য নির্ধারিত আইডি কার্ড পরিধানের জন্য অনুরোধ জানানো হয়।

এ ছাড়া পূজামণ্ডপে দর্শণার্থী প্রবেশের সুবিধার্থে মহিলা ও পুরুষদের জন্য আলাদা প্রবেশ ও বহির্গমন পথের ব্যবস্থাকরণের সিদ্ধান্ত গৃহীত হয়। নিরাপত্তার স্বার্থে বড় পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন, মেটাল ডিটেক্টর, ফায়ার এক্সটিংগুইশার ও জেনারেটরের ব্যবস্থা রাখার জন্য নেতাদের প্রতি অনুরোধ জানান সিএমপি কমিশনার।

সিএমপি কমিশনার আরও বলেন, ‘শারদীয় দুর্গাপূজা উদযাপনকালীন সময়ে সমগ্র মহানগরীতে মণ্ডপ কেন্দ্রীক মাদক, ছিনতাই এবং ইভটিজিং প্রতিরোধে পুলিশের অভিযান কার্যক্রম জোরদার, টহল বৃদ্ধি, সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি এবং ঊর্ধ্বতন অফিসার কর্তৃক নিয়মিতভাবে প্রতিটি পূজা মণ্ডপ পরিদর্শনের মাধ্যমে নিরাপত্তা প্রদানে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সভায় আরও উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আবদুল মান্নান মিয়াসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষ

শাহজালাল মাজার ও ওসমানীর কবর জিয়ারত করলেন তারেক রহমান

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন মারা গেছেন

বিশ্বকাপ খেলতে মিরাকলের আশা বিসিবি সভাপতির

প্রতীক পেয়েই প্রচারণা, হাতপাখার প্রার্থীকে জরিমানা

সবার জন্য সমান শিক্ষার সুযোগ করা রাষ্ট্রের দায়িত্ব : রাবি উপাচার্য

কুমিল্লায় প্রতীক পাননি বিএনপির ২ প্রার্থী

বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির কথা জানালেন আলজেরিয়ার রাষ্ট্রদূত

তিন কারণ দেখিয়ে বিসিবির অনুরোধ প্রত্যাখ্যান আইসিসির

১০

‘আইনশৃঙ্খলা উন্নয়নে মব নিয়ন্ত্রণ জরুরি’

১১

আইসিসির ২৪ ঘণ্টার আলটিমেটাম, রাতেই বিসিবি-উপদেষ্টার বৈঠক 

১২

গ্রিনল্যান্ড দখলের নতুন পরিকল্পনা জানালেন ট্রাম্প

১৩

সিলেটকে কাঁদিয়ে ফাইনালে রাজশাহী

১৪

তারেক রহমানের সঙ্গে ৭টি রাজনৈতিক দলের নেতাদের বৈঠক

১৫

‘দুলাভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম’ / সিলেটি দামানের আগমনে উৎসবের আমেজ

১৬

নবম স্কেলে সরকারি কর্মচারীর প্রতিবন্ধী সন্তানের জন্য যে সুবিধা

১৭

ডিআরইউ নেতাদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

১৮

সহকারী শিক্ষক নিয়োগ : ৬ শর্তে উত্তীর্ণ ৬৯২৬৫ প্রার্থী

১৯

‘বিএনপির বিদ্রোহী প্রার্থীদের নিয়ে বিচলিত নয় জমিয়ত’

২০
X