ঢাকার কেরানীগঞ্জে একটি সিএনজি ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনায় এক যুবক নিহত ও দুজন আহত হয়েছেন। মঙ্গলবার (১০ অক্টোবর) মডেল থানাধীন জিঞ্জিরা ইউনিয়নের বাদামগাছ তলা এলাকার অনুমোদনহীন একটি সিএনজি ফিলিং স্টেশনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ মামুনুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সন্ধ্যায় একটি সিএনজিচালিত অটোরিকশা সিএনজি স্টেশন থেকে গ্যাস নেওয়ার সময় সিএনজি স্টেশনের ডিসপেনসার বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই রনি আহমেদ (২৪) নামে একজন নিহত হয় এবং মো. শহিদুল ইসলাম (২০) ও মো. আশিকুর রহমান(২৫) নামে দুজন আহত হয়।
এদিকে আহতদের স্থানীয়রা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফারি ইনচার্জ বাচ্চু মিয়া।
আহতদের হাসপাতালে নিয়ে আসা রহিম জানায়, আহত শহিদুলের বাড়ি কেরানীগঞ্জ মডেল থানাধীন বাদামগাছ তলা এলাকায় ও শহিদুলের বাড়ি কোনাখোলায়।
মন্তব্য করুন